হোম > রাজনীতি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি পদ্মা সেতুর হাসিকে কান্নায় রূপ দিয়েছে: ডা. জাফরুল্লাহ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পদ্মা সেতুর হাসি সাধারণ মানুষের জন্য কান্নায় রূপান্তরিত হয়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। কোরবানির ঈদ সামনে রেখে আজ বুধবার দুপুরে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি। 

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমাদের প্রত্যেকটা ভালো কাজের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে আজকে পদ্মা সেতুর জন্য সাধারণ মানুষের হাসি কান্নায় পরিণত হয়েছে।’ 

লোডশেডিং নিয়ে সরকারের সমালোচনা করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘সরকার এত দিন বলে এসেছে বিদ্যুতে আমাদের সারপ্রাইজিং উন্নতি হয়েছে। এখন বলছে সাশ্রয় করতে হবে। দুর্নীতি করলে যা হয়, আমরা এখন সেই অবস্থায় আছি।’ 

পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছেলে-মেয়ে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি তোলা নিয়েও সমালোচনা করেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় পদ্মা সেতুতে গিয়ে সেলফি তুলেছেন। এর আগে ঘোষণা হয়েছে পদ্মা সেতুতে কোনো সেলফি তোলা যাবে না। তার মানে আইন তাঁর জন্য না। আইন আপনার জন্য এক আর আমাদের জন্য অন্য? এটা হতে পারে না!’ 

সামনে কোরবানি ঈদে গরিব অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণের জন্য গণচাঁদা তোলা হয় গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে ৷ সেই চাঁদার টাকায় প্রতি পরিবারকে চার কেজি চাল, ১ কেজি মুরগির মাংস, আধা লিটার সয়াবিন তেল, দুই কেজি আটা ও আলু, লবণ, মরিচের গুঁড়া, মসলা উপহার হিসেবে দেওয়া হয়েছে এসব মানুষদের মাঝে।

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির