হোম > রাজনীতি

আমি যখন ব্যবসায়ী ছিলাম, ফোন দিয়ে চাঁদা চাইতো: স্বরাষ্ট্রমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘সারা ঢাকা সন্ত্রাসীদের দখলে ছিল। কোনো ব্যবসায়ী চাঁদা দেওয়া ছাড়া ব্যবসা করতে পারতেন না। স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার আগে আমি যখন ব্যবসায়ী ছিলাম, আমাকে ফোন দিয়েও চাঁদা চাইত।’ আজ শনিবার ঢাকা ওয়াসার বুড়িগঙ্গা হলে আয়োজিত 'নিম্ন আয় এলাকার আদর্শ গ্রাহকদের সম্মাননা স্মারক বিতরণী' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'এখন সময়ের পরিবর্তন হয়েছে। সন্ত্রাসীরা ঢাকাছাড়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান চলছে।'

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'বস্তির মানুষের জন্য পানির ব্যবস্থা করায় ঢাকা ওয়াসাকে ধন্যবাদ। ২০০৯ সালে কলসি মিছিল হতো। মা-বোনেরা মিছিল নিয়ে বের হয়ে আসত। মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় এখন আর সেই পরিস্থিতি নেই।' 

মন্ত্রী বলেন, 'পানির যে যন্ত্রণা, সেটা আজ আমাদের নেই। বস্তিবাসী পানির পয়সা কিন্তু সব সময় দিতে চাইত। যেহেতু তাদের স্থায়ী ঠিকানা ছিল না, তাই ওয়াসা দিতে পারত না। ওয়াসা যে পদ্ধতিটা বের করেছে, তাতে বস্তির মানুষ উপকৃত হচ্ছে।'

আসাদুজ্জামান কামাল বলেন, 'আমরা চাইছি বস্তিবাসীর জন্য ঘরের ব্যবস্থা করতে। তাদের জন্য নিরাপদ বাসস্থান করতে।'

অনুষ্ঠানে নিম্ন আয়ের জনগোষ্ঠীর সেরা গ্রাহক হিসেবে ২৫ জন বস্তিবাসীকে বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াসার বোর্ড চেয়ারম্যান ড. প্রকৌশলী গোলাম মোস্তফা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহম্মদ ইবরাহিম, ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, দুস্থ স্বাস্থ্যকেন্দ্র-ডিএসকের নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ, সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহেদা ফিজ্জা কবীর।

এ ছাড়া অন্যদের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন বস্তিভিত্তিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও আদর্শ গ্রাহকেরা উপস্থিত ছিলেন।

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

জামায়াতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান

‘আরেকবার চেষ্টা করে দেখতে চাই’, মাহফুজ আলমের পোস্ট

গোপন উৎসে ৫ গুণের বেশি আয় রাঙ্গাঁর

ঢাকা-১৯ আসন: বিএনপি প্রার্থীর ৮, জামায়াত প্রার্থীর এক মামলা

আযাদ, জারাসহ ৫১ জন ফিরে পেলেন প্রার্থিতা