বিএনপি যতক্ষণ আন্দোলন করবে, আওয়ামী লীগের শান্তি সমাবেশ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, ‘আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ মাঠে থাকবে। আওয়ামী লীগের প্রতিদিনই কর্মসূচি আছে, তবে বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি কোনো কর্মসূচি আওয়ামী লীগের নেই। আমরা প্রতিযোগিতা চেয়েছি প্রতিদ্বন্দ্বিতা নয়।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সরকার হটাতে বিএনপি ষড়যন্ত্রমূলক পথে হাঁটছে। তাহলে আমরা কেন কর্মসূচি বাদ দিয়ে মাঠ খালি রাখব? ষড়যন্ত্র ছাড়া বিএনপি রাজনীতি বোঝে না। তারা জানে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে হারানো অসম্ভব, তাই তারা ষড়যন্ত্র নামের চোরা গলিতে হাঁটছে। বিএনপি বিদেশি ডোনারদের টাকায় ষড়যন্ত্রের রাজনীতি করছে।’
কাদের আরও বলেন, আওয়ামী লীগ শান্তি সমাবেশ করছে, করে যাবে, মাঝে মহাসমাবেশও হবে। ১১ মার্চ ময়মনসিংহ, ১৮ মার্চ বরিশালে মহাসমাবেশ হবে।