রাস্তা বন্ধ করে ঢাকা জেলা আওয়ামী লীগ শান্তি সমাবেশ করেছে। রাস্তা বন্ধ রেখে সমাবেশ করায় দুঃখ প্রকাশ করেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ‘বিএনপি সব মাঠে আবাসন করেছে, তাই রাস্তা বন্ধ করে আওয়ামী লীগ সমাবেশ করছে।’
আজ মঙ্গলবার কেরানীগঞ্জ বাস-স্টেশন থেকে জনি টাওয়ার পর্যন্ত সাড়ে ছয়শ মিটারের বেশি সড়কের দুপাশে দোকানপাট বন্ধ করে শান্তি সমাবেশ করেছে তারা। সমাবেশে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
অনুষ্ঠানে ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ রাস্তা বন্ধ রেখে সমাবেশ করায় দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে কেরানীগঞ্জের সকল মাঠকে আবাসন করেছে, তাই কোনো মাঠ নেই। এ কারণে তারা সড়কে জনসভা করছে। সাময়িক কষ্ট স্বীকার করার জন্য ব্যবসায়ী ও স্থানীয় জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি।’