নিত্যপণ্যের দাম কমানোসহ ১০ দফা দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালনের অংশ হিসেবে আগামী ১১ মার্চ শনিবার সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে মানববন্ধন করবে বিএনপি।
আজ শনিবার বিকেলে দলটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এদিন মহানগরের থানায়-থানায় পদযাত্রা কর্মসূচি পালন করে দলটি।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ-শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী ১১ মার্চ শনিবার সারাদেশে মহানগর ও জেলা পর্যায়ে ‘মানববন্ধন’ অনুষ্ঠিত হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কর্মসূচি সফল করতে দলের নেতা কর্মীসহ দেশবাসীকে অনুরোধ জানিয়েছেন।