হোম > রাজনীতি

সরকারই কুমিল্লায় সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়েছে: মান্না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং চলমান দুর্নীতি-অনিয়ম থেকে মানুষের দৃষ্টি সরানোর জন্য সরকারই কুমিল্লার ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

আজ শনিবার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমানোর দাবিতে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। নাগরিক যুব, ছাত্র ও নারী ঐক্য এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। 

মাহমুদুর রহমান মান্না বলেন, মানুষ যদি দ্রব্যমূল্য নিয়ে পথে নামে, বিশ্ববিদ্যালয় ছাত্ররা হলে ঢোকার পর যদি ন্যায্য দাবিতে কথা বলে! তাই একটা না একটা কাণ্ড বাঁধাতে থাকো, যেন মানুষ ওইদিকে বেশি ব্যস্ত হয়। তাই কখনো ক্যাসিনো দেখায়, কখনো পাপিয়া দেখায়, পরীমণি দেখায়, সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়। তাই সরকারই কুমিল্লায় সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়েছে। 

মান্না আরও বলেন, যারা ক্ষমতায় আছেন তারা প্লেনে চড়ে নিচে তাকালে 'লস অ্যাঞ্জেলস' দেখেন, অথচ আমাদের খাবার নেই। জিনিসের এত দাম আমাদের বাপ-দাদারাও কল্পনা করতে পারেনি। মানুষের পেটে যদি খাবারই না থাকে তাহলে সেই দেশ থেকে লাভ কী? মানুষ ক্ষুধার জ্বালায় আত্মহত্যা করে। আর টেলিভিশনে হাসিহাসি চেহারা নিয়ে কথা বলতে লজ্জা করে না আপনাদের?

সরকারের নিজেরই নিজের ওপর নিয়ন্ত্রণ নেই দাবি করে মান্না বলেন, দেশে মোট বেকার ৫ কোটি। শিক্ষিত বেকার ১ কোটি। খাদ্যদ্রব্যের দাম কমার কোনো খবর নাই! কমবে কীভাবে! দাম তো বাড়ায় সরকার। দাম বাড়ার কারণগুলো সরকার নিয়ন্ত্রণ করতে পারে না। 

নাগরিক নারী ঐক্যের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার বলেন, সরকার বলেছিল ১০ টাকা দামের চাল খাওয়াবে সে সরকার আজ কোথায়। যেখানে খাদ্যের অভাবে ঘরে ঘরে হাহাকার, সেখানে সরকার আমাদের উন্নয়ের কথা বলে যাচ্ছেন। তাহলে আমরা কি পদ্মা সেতুর পিলার চিবিয়ে খাব? মেট্রোরেলের লোহা, কাঠ, ইট, পাথর, সিমেন্ট চিবিয়ে খাব?

এ সময় আগামী শুক্রবার বিকেল ৩টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে একই দাবিতে আবারও কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি। সমাবেশে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান খসরু, সমন্বয়ক শহীদুল্লাহ্ কায়সার, নাগরিক ছাত্র ঐক্যের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামসহ প্রমুখ।

এ টি এম মাছুমকে আহ্বায়ক করে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

মুছাব্বির হত্যা দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টার নির্মম বহিঃপ্রকাশ: মির্জা ফখরুল

তারেক রহমানের উত্তরবঙ্গ সফরে আচরণবিধি লঙ্ঘনের সুযোগ নেই: সালাহউদ্দিন আহমদ

পতিত ফ্যাসিবাদী শক্তি আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে: মুছাব্বির হত্যা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি: সালাহউদ্দিন আহমদ

আমার মতো আর কারও না হোক—গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতার স্ত্রী

আগামী সরকারকে হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট বানানোর সব উদ্যোগ চলছে: হাসনাত কাইয়ূম

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত না হলে ফ্যাসিবাদ ফিরে আসবেই: মনির হায়দার

দলীয় ডিসিদের প্রমাণ সংগ্রহ করছি, অপসারণের জন্য তালিকা দেব: তাহের

তারেক রহমান গণতন্ত্রের টর্চ বেয়ারার: আমীর খসরু