ঢাকা: করোনা পরবর্তি নানা জটিলতায় দুর্বল হয়ে পড়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর মধ্যে মোটা দাগে তিনটি জটিলতা বেশি সমস্যা করছে তাঁকে। জটিলতাগুলো নিরাময়ে সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা। যেকারণে এই মুহূর্তে তাকে মোটেও ঝুঁকিমুক্ত বলতে পারছেন না তাঁর চিকিৎসকেরা।
আজ শনিবার খালেদা জিয়ার বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেন মেডিকেল বোর্ডের সদস্যরা। বোর্ড মিটিং এ তাঁর পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় দেখা যায়, হার্ট এবং কিডনির সমস্যা এখনও আছে। অন্যদিকে ফুসফুসে তরল জমার বিষয়টি বেশি ভাবিয়ে তুলেছে চিকিৎসদেরকে। এ অবস্থায় বোর্ড আবারও সিটি স্ক্যান করানোর সিদ্ধান্ত নিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক চিকিৎসক আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (শনিবার) বোর্ড মিটিং হয়েছে। সব বিষয়ে আলোচনা হয়েছে। ম্যাডামের (খালেদা জিয়া) ফুসফুসে এখনও ফ্লুইড জমছে। এটা উদ্বিগ্ন হওয়ার মত বিষয়। কারণ ফুসফুসে ফ্লুইড জমা বন্ধ না হলে ভালো কিছু বলার সুযোগ নেই।’
এ অবস্থায় মেডিকেল বোর্ড খালেদা জিয়ার সিটিস্ক্যান করানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানান এ চিকিৎসক। যেকোন সময় তাঁর সিটি স্ক্যান হবে বলে জানান তিনি।
খালেদা জিয়ার ফুসফুসে তরল জমা শুরু হলে তা বের করতে দুটি নল বসানো হয়। পরবর্তিতে বাম পাশের নলটি খোলা হয়। এখন একটি নল দিয়ে নিয়মিত খালেদা জিয়ার ফুসফুস থেকে তরল বের করা হচ্ছে।
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। ২৭ এপ্রিল থেকে এ হাসপাতালে তাঁর চিকিৎসার পাশাপাশি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। করোনামুক্ত হলেও নানা জটিলতায় ভুগছেন সাবেক এ প্রধানমন্ত্রী।