হোম > রাজনীতি

পিলখানা হত্যাকাণ্ডে প্রতিবেশী রাষ্ট্রের বিশেষ ব্যক্তিরা জড়িত: মেজর হাফিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিবেশী একটি রাষ্ট্রের বিশেষ ব্যক্তিরা জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ।

আজ শনিবার পিলখানা ট্র্যাজেডিতে নিহতদের মাগফিরাত কামনায় আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘বিডিআর হত্যাকাণ্ডে প্রতিবেশী একটি রাষ্ট্রের বিশেষ ব্যক্তি আন্তর্জাতিক মহল এবং দেশের বিশেষ একটি দল জড়িত রয়েছে। যেসব সেনাসদস্যকে হত্যা করা হয়েছে, তাঁরা অত্যন্ত বীরত্বের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের বর্ডারে দায়িত্ব পালন করেছেন। তাঁদের অত্যাচার-অবিচারের উপযুক্ত জবাব দিয়েছে আমাদের এই বিডিআর বাহিনী। এ জন্যই এই হত্যাকাণ্ড চালানো হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘এর মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া। তাদের মনোবল ভেঙে দেওয়া। এর সঙ্গে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের অনেক রাজনৈতিক নেতা জড়িত ছিলেন। এই হত্যাকাণ্ডের নায়কেরা হত্যাকাণ্ডের আগে পরিকল্পনাকারীদের সঙ্গে তাঁদের বাড়িতে গিয়ে সভা করেছেন। পরদিন আবার তাঁদেরই পাঠানো হয়েছে বিদ্রোহ দমাতে। এটি বাংলাদেশের ইতিহাসে নৃশংস ঘটনা।’ 

বিএনপি ক্ষমতায় এলে একদিন এই হত্যাকাণ্ডের বিচার হবে বলেও মন্তব্য করেন তিনি। উন্নয়নের ধোয়া তুললেও জনগণের কোনো উন্নয়ন হয়নি দাবি করে হাফিজ বলেন, ‘শুধু উন্নয়ন হচ্ছে আওয়ামী লীগের।’ 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির সভাপতি মোস্তফা জামাল হায়দার। সভায় সভাপতিত্ব করেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। 

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

নির্বাচন অত সহজ হবে না–আমার কথাই সত্যি হচ্ছে: তারেক রহমান

হাদির ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জামায়াত

বক্তব্যে ভুয়া ছবির উল্লেখ করায় রিজভীকে ক্ষমা চাইতে বললেন ডাকসু ভিপি সাদিক

গণতন্ত্রের ‘টর্চ বেয়ারার’ তারেক রহমানের অপেক্ষায় বাংলাদেশ: আমীর খসরু

হাদি আমার সন্তান সমতুল্য, গুলিবিদ্ধের সংবাদে মানসিকভাবে আহত হয়েছি: মির্জা আব্বাস

ওসমান হাদি আওয়ামী লীগের অন্যতম টার্গেট ছিলেন: রাশেদ খান

আওয়ামী লীগকে রাজনীতির মাঠে আনার প্রক্রিয়া দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

ফ্যাসিবাদ-সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্য দেখাতে চায় বিএনপি: সালাহউদ্দিন

জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত আখতারুজ্জামান