হোম > রাজনীতি

পিলখানা হত্যাকাণ্ডে প্রতিবেশী রাষ্ট্রের বিশেষ ব্যক্তিরা জড়িত: মেজর হাফিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিবেশী একটি রাষ্ট্রের বিশেষ ব্যক্তিরা জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ।

আজ শনিবার পিলখানা ট্র্যাজেডিতে নিহতদের মাগফিরাত কামনায় আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘বিডিআর হত্যাকাণ্ডে প্রতিবেশী একটি রাষ্ট্রের বিশেষ ব্যক্তি আন্তর্জাতিক মহল এবং দেশের বিশেষ একটি দল জড়িত রয়েছে। যেসব সেনাসদস্যকে হত্যা করা হয়েছে, তাঁরা অত্যন্ত বীরত্বের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের বর্ডারে দায়িত্ব পালন করেছেন। তাঁদের অত্যাচার-অবিচারের উপযুক্ত জবাব দিয়েছে আমাদের এই বিডিআর বাহিনী। এ জন্যই এই হত্যাকাণ্ড চালানো হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘এর মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া। তাদের মনোবল ভেঙে দেওয়া। এর সঙ্গে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের অনেক রাজনৈতিক নেতা জড়িত ছিলেন। এই হত্যাকাণ্ডের নায়কেরা হত্যাকাণ্ডের আগে পরিকল্পনাকারীদের সঙ্গে তাঁদের বাড়িতে গিয়ে সভা করেছেন। পরদিন আবার তাঁদেরই পাঠানো হয়েছে বিদ্রোহ দমাতে। এটি বাংলাদেশের ইতিহাসে নৃশংস ঘটনা।’ 

বিএনপি ক্ষমতায় এলে একদিন এই হত্যাকাণ্ডের বিচার হবে বলেও মন্তব্য করেন তিনি। উন্নয়নের ধোয়া তুললেও জনগণের কোনো উন্নয়ন হয়নি দাবি করে হাফিজ বলেন, ‘শুধু উন্নয়ন হচ্ছে আওয়ামী লীগের।’ 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির সভাপতি মোস্তফা জামাল হায়দার। সভায় সভাপতিত্ব করেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। 

তারেক আসছেন আজ, অপেক্ষায় নেতা-কর্মীরা

রাত ১২টার সময়ই কানায় কানায় পূর্ণ সংবর্ধনাস্থল

তারেক রহমানকে লন্ডন থেকে ঢাকায় আনবেন ক্যাপ্টেন ইমামুল

বড়দিনে খ্রিষ্টান সম্প্রদায়কে তারেক রহমানের শুভেচ্ছা

হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হলো সিয়ামকে: জামায়াত আমির

তারেক রহমানকে বিদায় জানাতে হিথরো বিমানবন্দরে ভিড়

বিএনপি সরকার গঠন করলে গণঅধিকারকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করবে: নুর

তারেক রহমানের জন্য উড়োজাহাজে এ-১ আসন নির্ধারণ

উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও যথাসময়ে নির্বাচন চায় এনসিপি-জামায়াত

লন্ডন থেকে রাত সোয়া ১২টায় দেশের পথে রওনা দেবেন তারেক রহমান, বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা