হোম > রাজনীতি

কোরআন অবমাননাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: হেফাজতে ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মালয়েশিয়া প্রবাসী নোয়াখালীর বেগমগঞ্জের আবদুল্লাহ আল মামুন কর্তৃক পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি এবং ইসলাম অবমাননার বিরুদ্ধে সংসদে আইন পাস করারও দাবি জানায় সংগঠনটি।

আজ রোববার হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, মালয়েশিয়া প্রবাসী নোয়াখালীর বেগমগঞ্জের আবদুল্লাহ আল মামুন মহাগ্রন্থ পবিত্র কোরআনের অবমাননা করে মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। সে মালয়েশিয়া অবস্থান করে এই উসকানিমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে। ইতিমধ্যে তাঁর নিজ এলাকা বেগমগঞ্জের কাদিরপুরের ঘাটালার জনগণ তাঁর বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এলাকার জনগণ তাকে বয়কটের ডাক দিয়েছে। আমরা সরকারের কাছে আবেদন জানাব, এ ধরনের উসকানিদাতাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। এরা ইসলাম অবমাননা করে মুসলমানদের অনুভূতিতে আঘাত করছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দেশে বিশৃঙ্খলা তৈরি হবে।

হেফাজতের আমির ও মহাসচিব বলেন, আমরা সরকারের কাছে দাবি জানাব অবিলম্বে ইসলাম অবমাননার বিরুদ্ধে সংসদে কঠোর আইন পাস করুন। যত দিন ইসলাম অবমাননার বিরুদ্ধে কঠোর আইন তৈরি না হবে, তত দিন এই ধরনের কর্মকাণ্ড ঘটতে থাকবে। এবং এসবকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলা তৈরি হবে। 

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

ক্রিকেটারকে অপমান মানে দেশকে অপমান, বিসিবির সিদ্ধান্তে একমত: মির্জা ফখরুল

জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সুষ্ঠু নির্বাচন ব্যাহত হয়—এমন কাজ বিএনপি করছে না: সেলিমা রহমান