হোম > রাজনীতি

ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক ভালো কিছু বয়ে আনবে: পার্থ

ভোলা সংবাদদাতা

আন্দালিব রহমান পার্থ। ছবি: আজকের পত্রিকা

‘থাইল্যান্ডে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠককে ইতিবাচকভাবে দেখছি এবং এই বৈঠক ভালো কিছু বয়ে আনবে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

শনিবার (৫ এপ্রিল) বি‌কে‌লে ভোলায় নিজ বাসভব‌নে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবা‌বে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, ‘থাইল্যান্ডে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বৈঠকটি ইতিবাচক। ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার একটি বিপ্লবের সরকার, এটি একটি অভ্যুত্থানের সরকার। জনগণের দ্বারা নির্বাচিত সরকার না হলেও জনগণের সরকার। তাই এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এ সরকার যাতে ফেল না করে, এ জন্য প্রথম থেকে তার পাশে দাঁড়ানো আমাদের অঙ্গীকার।’

সংস্কারের বিষয়ে তিনি বলেন, ‘আমরা প্রথম দিন থেকেই বলে আসছি, সংস্কার অবশ্যই প্রয়োজন। তবে আমি মনে করি, বড় যে সংস্কারগুলো রয়েছে, সেগুলো নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হওয়া উচিত।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘এত বছর নির্বাচন হয়নি। মানুষ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আমাদের কমিটমেন্ট জনগণের ওপর। আমরা সেই কমিটমেন্ট যদি রক্ষা করতে না পারি, তাহলে জনগণের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্ব করা উচিত হবে না। নির্বাচন জুলাইতে হবে, না ডিসেম্বরে হবে—এটা কোনো কথা নয়। তবে বড় দলগুলো যদি একত্র হয়, তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে।’

এ সময় ভোলা জেলা বিজিপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লা, সাংগঠনিক সম্পাদক প্রভাষক নুরনবী, সদর উপজেলা বিজিপির সাধারণ সম্পাদক আবুল বাশার বুলবুলসহ অনেকে উপস্থিত ছিলেন।

রোববার (৬ এপ্রিল) বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক মন্ত্রী নাজিউর রহমান মঞ্জুর ১৭তম মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকীর দোয়া অনুষ্ঠানে যোগ দিতে আজ সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে লঞ্চে ভোলায় পৌঁছান বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

পেশা ও টক শো থেকে ফুয়াদের আয় ৭ লাখ

রাজনৈতিক প্রতিহিংসায় ওসমান হাদি হত্যাকাণ্ড

ওসমান হাদি খুনের সঙ্গে রাষ্ট্রযন্ত্র জড়িত, এই চার্জশিট মানি না: ইনকিলাব মঞ্চ

তারেক রহমানের নিরাপত্তায় আরও তিন সাবেক সেনা কর্মকর্তা

জাপা ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টকে নির্বাচন থেকে বিরত রাখতে রিট

নির্বাচনের পর দেশের উন্নয়ন নিয়ে বিএনপির ভাবনা কী, জানতে চেয়েছে ইইউ: নজরুল ইসলাম খান

তারেক রহমানের সঙ্গে দেখা করলেন ইইউ রাষ্ট্রদূত

আমেরিকায় ডাক্তার-ইঞ্জিনিয়ারও ট্যাক্সি চালান, বাংলাদেশেও এমন সমাজ প্রতিষ্ঠা করতে হবে: রিজভী

ঢাকা-১৭ আসনের নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

চলছে ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ