ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বেশিরভাগ মানুষেরই আকাঙ্ক্ষা তাঁর (খালেদা জিয়া) চিকিৎসা পূর্ণাঙ্গ কোনও হাসপাতালে হোক। এ বিষয়ে তাঁর পরিবার বিদেশে নেওয়ার অনুমতি চেয়েছে। আমরা আশা করছি সরকার মানবিক কারণে তাঁর বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবে।
আজ বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। ওই অনুষ্ঠানে করোনায় মৃত্যুবরণকারী নেতাকর্মীদের পরিবারকে ঈদ উপহার বিতরণ করা হয়।
মির্জা ফখরুল বলেন, 'খালেদা জিয়া করোনা পরবর্তী জটিলতায় ভুগছেন। তিনি তিন বছর কারাগারে ছিলেন। এখনও অন্তরীণ রয়েছেন। এই অবস্থায় তার কিছু জটিলতা সৃষ্টি হয়।'
বুধবার রাতে ধানমন্ডির নিজ বাসায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে তাঁর পরিবার যে লিখিত আবেদন জানিয়েছে তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।