নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় পার্টিকে ২৬ আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ ছাড়া শরিকদের ছয়টি আসনে ছাড় দিচ্ছে ক্ষমতাসীনেরা।
জোটের প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে, আর জাতীয় পার্টি মনোনীত প্রার্থীরা লাঙ্গল প্রতীকে নির্বাচন করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
এদিকে, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।