হোম > রাজনীতি

গুটিকয়েকের অপকর্ম উন্নয়ন ম্লান করছে, ছাত্রলীগ নিয়ে কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ছাত্রলীগের নামে যারা অপকর্ম করছে, তারা দুর্বৃত্ত। এসব দুর্বৃত্তের আওয়ামী লীগে থাকার অধিকার নেই। এদের দল থেকে শুধু বহিষ্কার করলে হবে না। স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, তাদের গ্রেপ্তার করুন, শাস্তি দিন।’ 

আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘যারা অন্যায় ও অপরাধ করবে, তাদের দলের পরিচয় থাকলেও শেখ হাসিনা ছাড় দেবেন না। আমরা এত উন্নয়ন করছি, কিন্তু গুটিকয়েকের অপকর্ম উন্নয়ন ম্লান করে দিচ্ছে। অপকর্মকারীদের দিয়ে মিছিল বড় করার প্রয়োজন নেই।’ 

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘যতই লাফালাফি, বাড়াবাড়ি করেন, জনগণ যত দিন ক্ষমতায় রাখবে, তত দিন ক্ষমতায় থাকব। জনগণের কাছে ডাক দিয়ে সাড়া ফেলতে পারে নাই। সংবিধান নিয়ে একচুলও ছাড় দেব না। সংবিধান অনুযায়ী নির্বাচন।’ 

কাদের বলেন, ‘বাংলাদেশের মানুষ বেহেশতের সুখে আছে—এই কথা বলব না; তবে অনেক দেশের তুলনায় ভালো আছে। ভয় নেই, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। সংকট বড় বড় দেশের, কিন্তু দায় নিতে হচ্ছে আমাদের। বেশি দামে কিনে, বেশি দামে বিক্রি করছে। এ সমস্যা সাময়িক।’ 

আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি দিয়ে নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে জানিয়ে কাদের বলেন, ‘খাম্বা সরকারকে বাংলাদেশের মানুষ আর ক্ষমতায় বসতে দেবে না। ক্ষমতার কথা ভুলে যান। প্রতিদিন কর্মসূচি হবে। কোনো পাল্টাপাল্টি নয়। বিএনপিকে নয়, তাদের অগ্নিসন্ত্রাসকে মানুষ ভয় পায়। রাজপথে নেমে আবার সহিংসতা করলে জনগণের জানমাল রক্ষায় পাহারাদার হিসেবে থাকব। ক্ষমতায় আছি, জনগণকে রক্ষা করা আমাদের দায়িত্ব। সহিংসতা বরদাশত করা হবে না। তাদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে পারি না। তাদের অধিকার নেই ক্ষমতা বসার।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সহসভাপতি নুরুল আমিন রুহুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ। 

গাইবান্ধা জাপা: মহাসচিব বনাম ভাইস চেয়ারম্যান

ঢাকা-৬ আসন: নানা সংকটের সমাধান দাবি ভোটারদের

পটুয়াখালী-৩: নুরকে জেতাতে মাঠে কেন্দ্রীয় বিএনপি

ইসির শুনানিতে মিন্টু-হাসনাতের বাগ্‌বিতণ্ডা, হট্টগোল

বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে: আসিফ মাহমুদ

জুলাই শহীদদের নিয়ে বিএনপির পরিকল্পনা ‘ইসির কারণে’ বিস্তারিত বললেন না তারেক রহমান

খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী: মঈন খান

ইসলামী আন্দোলনের জন্য এখনো আলোচনার দরজা উন্মুক্ত: জামায়াত

তারেক রহমানের সঙ্গে ভুটান ও নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কৌশলের নামে গুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান