হোম > রাজনীতি

৪ মামলায় নিপুন রায়ের জামিন হাইকোর্টেও বহাল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় দায়ের হওয়া চার মামলায় বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে আজ মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। 

এর আগে নাশকতার আট মামলায় গত ৪ ডিসেম্বর নিপুণ রায় চৌধুরীকে ১১ জানুয়ারি পর্যন্ত আগাম জামিন দেন হাইকোর্ট। এর মধ্যে চার মামলায় আগাম জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। 

শুনানিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম. ইনায়েতুর রহিম বলেন, জামিনযোগ্য ধারার মামলায় যদি হাইকোর্টে জামিন চান, তাহলে তো ম্যাজিস্ট্রেট কোর্ট থাকার প্রয়োজন নেই। আপনাদের মতো সিনিয়র আইনজীবীরা যখন এসব মামলা নিয়ে হাইকোর্টে যান, তখন হাইকোর্টও এসব মামলা এন্টারটেইন করেন। হাইকোর্ট আগাম জামিন নিয়ে আপিল বিভাগের গাইডলাইন সঠিকভাবে অনুসরণ করছেন না, এটা ভেরি আনফরচুনেট। 

ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনা নিন্দনীয়। এ ঘটনায় যে বা যারাই জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আমরা রাষ্ট্রীয় সন্ত্রাসে পড়েছি। নিপুণ রায়ের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, শুধু রাজনৈতিক কারণে হয়রানির জন্য তাকে মামলায় অভিযুক্ত করা হয়েছে। 

শুনানির একপর্যায়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ক্রমাগত বিচার বিভাগের বিরুদ্ধে বিষোদগার করা হচ্ছে, যা নিয়ে একপক্ষ নিন্দা জানাচ্ছে, আরেক পক্ষ ষড়যন্ত্র খুঁজছে। আপনারা যদি এ বিষয়ে কথা না বলেন, তাহলে এ ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। নিজেরা সংযত হন।

আগামী নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

‘জুলাই যোদ্ধারাও মুক্তিযোদ্ধা’, পৃথক দপ্তর খোলার প্রতিশ্রুতি তারেক রহমানের

তারেক রহমানের সঙ্গে কবি-সাহিত্যিকদের সৌজন্য সাক্ষাৎ

গাইবান্ধা জাপা: মহাসচিব বনাম ভাইস চেয়ারম্যান

ঢাকা-৬ আসন: নানা সংকটের সমাধান দাবি ভোটারদের

পটুয়াখালী-৩: নুরকে জেতাতে মাঠে কেন্দ্রীয় বিএনপি

ইসির শুনানিতে মিন্টু-হাসনাতের বাগ্‌বিতণ্ডা, হট্টগোল

বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে: আসিফ মাহমুদ

জুলাই শহীদদের নিয়ে বিএনপির পরিকল্পনা ‘ইসির কারণে’ বিস্তারিত বললেন না তারেক রহমান

খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী: মঈন খান