হোম > রাজনীতি

জি এম কাদের-রওশন এরশাদ বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের ও দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের মধ্যে বৈঠক হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাপার কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা ও প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু অংশ নিয়েছিলেন। বৈঠকের বিষয়টি নিশ্চিত করে সেন্টু আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।’ 

বৈঠক প্রসঙ্গে শফিকুল ইসলাম সেন্টু আরও জানান, জাপার শীর্ষ দুই নেতা সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। বৈঠকের মধ্য দিয়ে কাদের ও রওশন সমঝোতায় পৌঁছেছেন বলেও দাবি করেছেন সেন্টু। তাঁর ভাষায় ‘দেবর-ভাবি মিলে গেছেন’। 

বৈঠক প্রসঙ্গে জানতে জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নুকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। 

গত রোববার পাঁচ মাস পর থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রওশন এরশাদ। দেশে ফিরেই তিনি বলেছিলেন, তিনি কাদেরসহ জাপার সবার সঙ্গে আলোচনা করবেন। 

রওশন এরশাদ ২০২২-২৩ অর্থবছরের বাজেট অধিবেশন শেষে দ্বিতীয় দফায় গত ৫ জুলাই চিকিৎসার উদ্দেশে থাইল্যান্ডে গিয়েছিলেন। প্রায় পাঁচ মাস পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে রোববার তিনি দেশে ফিরেছেন। 

অন্তর্বর্তী সরকারকে মোদির ইতিহাস বিকৃতির বিরুদ্ধে বিবৃতি জারি করতে হবে: আখতার

মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভক্ত করা যাবে না: নাহিদ ইসলাম

মুক্তিযুদ্ধের ৫৪ বছর পরও স্বাধীনতাযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি: ব্যারিস্টার ফুয়াদ

হাদির আরেকটি অপারেশন প্রয়োজন, কিন্তু শারীরিক পরিস্থিতি নেই: ইনকিলাব মঞ্চ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা শুরু

পরাজয়ের প্রতিশোধ নিতেই ভারত স্বাধীনতাযুদ্ধে সহযোগিতা করেছিল: গোলাম পরওয়ার

‘নিরাপত্তার’ কারণে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা নারায়ণগঞ্জ–৫ আসনের বিএনপি প্রার্থীর

একাত্তরের শত্রুরা আবার মাথাচাড়া দিতে চায়: মির্জা ফখরুল

নির্বাচনে কারিগরি ষড়যন্ত্র জনগণ হতে দেবে না: ডা. শফিকুর রহমান

তারেকের প্রত্যাবর্তন: ফেরার ঘোষণায় ব্যাপক উৎসাহ, লন্ডন-ঢাকা ফ্লাইটের টিকিট শেষ