ঢাকা: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বারিধারা মাদরাসা থেকে তাঁকে গ্রপ্তার করা হয়।
ডিএমপি’র গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মাহবুব আলম তাঁকে গ্রপ্তারের তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, জুনায়েদ আল হাবীবের বিরুদ্ধে ২০১৩ সালে শাপলা চত্বরে সমাবেশের নামে তাণ্ডব, জ্বালাও-পোড়াওয়ের অভিযোগে মামলা রয়েছে। এছাড়া সম্প্রতি পল্টন এলাকায় তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলারও অন্যতম আসামি তিনি। তাঁকে সেসব মামলায় গ্রেফতার দেখিয়ে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
জানা গেছে, হেফাজতের এ নেতাকে ১০ দিনের রিমান্ড চেয়ে রোববার (১৮ এপ্রিল) আদালতে সোপর্দ করা হবে।