নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ দেশে ফিরবেন। সন্ধ্যা ৬টার দিকে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তাঁর। সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে করে তাঁর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
গত ১০ ফেব্রুয়ারি চিকিৎসার জন্য স্ত্রীসহ সিঙ্গাপুরে যান বিএনপির মহাসচিব। সিঙ্গাপুর সুপ্রিম ভার্সুলার অ্যান্ড আন্তর্জাতিক ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন ফখরুল। তাঁর স্ত্রী রাহাত আরা বেগম চিকিৎসা নেন সিঙ্গাপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হাসপাতালে।