১৯ জুলাই সারা দেশে সমাবেশের কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার বিএনপির দুই শতাধিক নেতা-কর্মী হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন।
জামিন পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়ার পৌর মেয়রসহ কিশোরগঞ্জ, বগুড়া এবং জয়পুরহাটের ২৩৭ নেতা-কর্মী।
আজ রোববার তাঁরা হাজির হয়ে আবেদন করলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ তাঁদের ছয় সপ্তাহের আগাম জামিন দেন।
জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি আজকের পত্রিকাকে বলেন, ১৯ জুলাই সারা দেশে সমাবেশের কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করে পুলিশ এবং আওয়ামী লীগ। এর মধ্যে কিশোরগঞ্জে দুটি, বগুড়ার চারটি এবং জয়পুরহাটের তিন মামলায় নেতা-কর্মীদের জামিন হয়েছে।