হোম > রাজনীতি

বিএনপি গণতান্ত্রিক উপায়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়: মঈন খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি ষড়যন্ত্র বা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, বিএনপি গণতান্ত্রিক উপায়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়।

আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী প্রজন্ম ’৭১-এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

মঈন খান বলেন, ‘বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। লগি-বইঠার রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি গত এক বছর নিয়মতান্ত্রিক আন্দোলন করেছে। গণতান্ত্রিক উপায়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে চায় বিএনপি। আগামীতে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারকে নৈতিকভাবে পদত্যাগ করতে বাধ্য করা হবে।’ 

তারেক রহমানের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নেওয়ার প্রসঙ্গে মঈন খান বলেন, ‘মিডিয়ার শক্তিকে সরকার ভয় পায় বলে নতুন নতুন নির্দেশনা দেওয়া হচ্ছে। সরকার আদালতের মাধ্যমে বলেছে তারেক রহমানের কথা কোনো রকম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা যাবে না, সরিয়ে দিতে হবে। আসলে সরকার তারেক রহমানকে ভয় পায়, তাঁর কণ্ঠকেও ভয় পায়।’ 

বিএনপির এই নেতা বলেন, ‘জোর করে কারও কণ্ঠ রোধ করা যায় না। ডিজিটাল সিকিউরিটি আইন পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে। কণ্ঠ রোধ করতে এ আইন করা হয়েছে। জনগণের আন্দোলনের মুখে সরকারের ধাপ্পাবাজি খড়কুটোর মতো উড়ে যাবে।’ 

গণতন্ত্র হত্যার জন্য আওয়ামী লীগকে জনগণের মুখোমুখি হতে হবে জানিয়ে মঈন খান বলেন, ‘গণতন্ত্রের জন্য দেশ স্বাধীন হলেও আজকে ৫০ বছর পরও দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্রকে তুলে দিয়ে একদলীয় বাকশাল কায়েম করেছে আওয়ামী লীগ।’ 

মঈন খান বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশ বলছে, বাংলাদেশে গণতন্ত্র নেই। সরকার কূটনীতিতে ব্যর্থ। চরম বন্ধু রাষ্ট্র বাংলাদেশকে প্রত্যাখ্যান করেছে। টাকা পাচার করে দেশকে ফোকলা করে ফেলেছে আওয়ামী লীগ। এ জন্য ব্রিকসের সদস্য হতে পারেনি।’ 

জাতীয়তাবাদী প্রজন্ম ’৭১-এর সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় সদস্য আবু নাছের রহমত উল্লাহ প্রমুখ।

তারেক আসছেন আজ, অপেক্ষায় নেতা-কর্মীরা

রাত ১২টার সময়ই কানায় কানায় পূর্ণ সংবর্ধনাস্থল

তারেক রহমানকে লন্ডন থেকে ঢাকায় আনবেন ক্যাপ্টেন ইমামুল

বড়দিনে খ্রিষ্টান সম্প্রদায়কে তারেক রহমানের শুভেচ্ছা

হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হলো সিয়ামকে: জামায়াত আমির

তারেক রহমানকে বিদায় জানাতে হিথরো বিমানবন্দরে ভিড়

বিএনপি সরকার গঠন করলে গণঅধিকারকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করবে: নুর

তারেক রহমানের জন্য উড়োজাহাজে এ-১ আসন নির্ধারণ

উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও যথাসময়ে নির্বাচন চায় এনসিপি-জামায়াত

লন্ডন থেকে রাত সোয়া ১২টায় দেশের পথে রওনা দেবেন তারেক রহমান, বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা