হোম > রাজনীতি

সংক্রমণ এড়াতেই বাড়িতে খালেদা জিয়া, ফের নেওয়া হতে পারে হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তিনি সুস্থ নন। করোনায় আক্রান্ত হওয়ার পরে তাঁর যে জটিলতাগুলো দেখা দিয়েছিল, সেগুলো নিয়ন্ত্রণে রয়েছে। তবে এটাই শেষ কথা নয় বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এফএম সিদ্দিকী। আবার তাঁকে হাসপাতালে নিতে হতে পারে বলেও জানান এই চিকিৎসক।

আজ শনিবার দিবাগত রাতে এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়াকে বাসায় নেওয়া হয়। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এফএম সিদ্দকী। 

খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, ম্যাডাম স্ট্যাবল আছেন। তার মানে এই নয় যে, তিনি সুস্থ হয়ে গেছেন। মানে হলো, ওনার যে আসল অসুখগুলো আছে–তাঁর হার্ট, কিডনি এবং লিভারের জটিলতা–যে কোভিডের কারণে ভয়ংকর রূপ নিয়েছিল, সে অবস্থাটা কেটে গেছে। কিন্তু সেগুলোর ট্রিটমেন্টর জন্য যে প্রযুক্তি এবং চিকিৎসা দরকার, সেগুলো আমরা পরিপূর্ণরূপে করতে পারিনি। যার জন্য একটা ঝুঁকি রয়েই যাচ্ছে। 

এই অবস্থায় তাঁকে বাসায় রেখে চিকিৎসা করানোর সিদ্ধান্ত হয়েছে। তবে প্রয়োজনে আবার তাঁকে হাসপাতালে নিতে হতে পারে বলে জানান সিদ্দিকী। 

হাসপাতাল ছাড়ার সিদ্ধান্ত প্রসঙ্গে এই চিকিৎসক জানান, হাসপাতালে কিছু জীবাণু দিয়ে তিনি সংক্রমিত হচ্ছিলেন। তাঁর স্থিতাবস্থা নষ্ট করতে পারে, এই আশঙ্কা থেকে হাসপাতাল থেকে তাঁকে বাসায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সে সিদ্ধান্ত অনুযায়ী বাসায় নেওয়া হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ইসিকে চাপ দেওয়া তারেক রহমানের ‘সেই পরিকল্পনা’র অংশ কি না—জানতে চান নাহিদ

নির্বাচন কমিশন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে: তাহের

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

তারেক রহমানের সঙ্গে ১১ রাষ্ট্রদূতের বৈঠক

গণভোটের প্রচারণার বিপক্ষে অবস্থান নিয়েছে ইসি: নাহিদ ইসলাম

খেলাফত মজলিসের মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন

ছাত্রদলের ইসি ঘেরাও কর্মসূচি স্থগিত

নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করছে বিএনপি, এনসিপির অভিযোগ