বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্যসচিব আমিনুল হক, উত্তর সিটি করপোরেশন বিএনপির সাবেক মেয়র প্রার্থী তাবিথ আউয়াল এবং দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম ও সদস্যসচিব রফিকুল আলম মজনুসহ বিএনপির ৭০ নেতা কর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এই জামিন মঞ্জুর করে আদেশ দেন।
আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেককে জামিন দেওয়া হয়েছে। এরপর তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১৭ আগস্ট বেলা ১১টায় চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করতে যান ঢাকা মহানগর বিএনপির নেতা কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও বিএনপির নেতা কর্মীরা আহত হন। এ ঘটনায় ওই দিন রাতে পুলিশ বাদী হয়ে ১৫৫ জনের বিরুদ্ধে একটি মামলা করে। এ মামলায় এরই মধ্যে ৪৯ জনকে আটক করা হয়েছে। দুজন রিমান্ডে আছেন। দুজন কিশোর হওয়ায় তাদের কিশোর সংশোধনাগারে রাখা হয়েছে। বাকি ৪৫ জন কারাগারে আছেন।
এ মামলায় আমান-সালামসহ ৭০ নেতা কর্মী হাজির হয়ে আগাম জামিন নেন। তাদেরপক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার এবিএম মাহবুবউদ্দিন খোকন।