আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ঐক্যজোট। আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী এই ঘোষণা দেন। আগামী নির্বাচনে তাঁর দল ৪০-৪৫টি আসনে নির্বাচন করবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে মিছবাহুর রহমান চৌধুরী বলেন, ‘বাংলাদেশ ইসলামী ঐক্যজোট এবার নির্বাচনে অংশ নেবে। আমাদের দল নির্বাচন কমিশনে এখনো নিবন্ধিত নয়, যে কারণে আমাদের দলীয় কোনো প্রতীক নেই। শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট প্রতিষ্ঠার পর থেকে আমাদের দল মহাজোটের অন্যতম অংশীদার ছিল। ইতিপূর্বে বাংলাদেশ ইসলামী ঐক্যজোট কোনো নির্বাচনে অংশগ্রহণ করেনি। তবে আওয়ামী লীগ এবং এর দলীয় প্রধানের প্রতিটি দুর্দিনে আমরা পাশে ছিলাম, আছি এবং থাকব। তবে সরকারের দোষ-ত্রুটির সমালোচনা করতে আমরা কখনো ছাড় দিইনি।’
মিছবাহুর রহমান চৌধুরী আরও বলেন, ‘নির্বাচন কমিশনের দায়িত্বরতরা প্রথম প্রথম খুবই শক্তি নিয়ে কথা বলে। কিন্তু পরে কেন যেন তাঁরা মিইয়ে যায়। এবারেও একই ঘটনা ঘটেছে। কিন্তু আমরা চাই না আরেকটা ১/১১ আসুক। আমরা ক্ষমতার ভারসাম্য চাই। এ জন্যই আমাদের নির্বাচনে যাওয়া।’
নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশব্যাপী একই সঙ্গে আনন্দ এবং উৎকণ্ঠা বিরাজ করছে। যারা বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে সমর্থন জুগিয়েছে, যারা গণতান্ত্রিক ধারা বহাল রাখার পক্ষে মত পোষণ করেছেন, তাঁরা সবাই চান একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা আবার সরকার গঠন করে উন্নয়নের ধারা অব্যাহত রাখুক। অন্যদিকে দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল ও তাদের মিত্ররা নির্বাচনে অংশগ্রহণ না করে সাম্রাজ্যবাদীদের সঙ্গে আঁতাত করছে। তারা নানাভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, কোনোভাবেই সরকারি দল আওয়ামী লীগ ও বিএনপি আলোচনার মাধ্যমে একটি সমাধানের পথ খুঁজে বের করতে পারেনি। আমরা মনে করি, বিএনপি যুক্তরাষ্ট্রের ওপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে তাদের সহযোগিতায় সরকারের পতন ঘটাতে চাচ্ছে। যে কারণে এই বিশাল রাজনৈতিক দলটির আন্দোলন বারবার ব্যর্থ হয়েছে।’
আওয়ামী ও বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘দেশের ভবিষ্যৎ প্রগতি ও উন্নয়নের লক্ষ্যে সংলাপে বসুন। সবাইকে মনে রাখতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সেই অবস্থান আমাদের ধরে রাখতে হবে। তাই এবারের নির্বাচনে আমরা ৪০ থেকে ৪৫টি আসন থেকে নির্বাচন করব।’