হোম > রাজনীতি

ভিসা নিষেধাজ্ঞার চিঠি পাইনি, কেউ বদমাশি করে ছাপায় দিছে: রাঙ্গা

শিপুল ইসলাম, রংপুর

একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় পার্টির নেতা মশিউর রহমান রাঙ্গা বলেছেন, তিনি শুনেছেন, ভিসা নিষেধাজ্ঞার তালিকায় তাঁর নাম রয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা–সমালোচনা এবং ট্রল হচ্ছে। তবে আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ভিসা নিষেধাজ্ঞার মধ্যে তিনি নেই। কেউ হয়তো বদমায়েশি করে এসব খবর রটিয়েছে।

মশিউর রহমান রাঙ্গা  জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও বিরোধী দলের চিফ হুইপ। একটি পত্রিকায় দেওয়া ওই সাক্ষাৎকারের বিষয়ে সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে মোবাইল ফোনে তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ভিসা নিষেধাজ্ঞার আমি কোনো চিঠিপত্র পাইনি। আমি যতো দূর জানি, ভিসা নিষেধাজ্ঞার মধ্যে আমি নেই। কেউ হয়তো এটা বদমাশি করে ছাপায় দিছে ফেসবুকে।’

যদি ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়েন— এমন সম্ভাবনার বিষয়ে মশিউর রহমান রাঙ্গা আজকের পত্রিকাকে বলেন, ‘এটা তাদের (যুক্তরাষ্ট্র) রাষ্ট্রীয় নীতির ব্যাপার। যদি এটা তাদের রাষ্ট্র থেকে হয়ে থাকে তাতে কারও কিছু করার নাই। আমেরিকায় আমার ছেলে নেই, মেয়ে নেই যে যেতেই হবে। আমরা ডলার নিয়ে যাই ওখানে খরচ করতে। ডলার নিয়ে আসি না। আমেরিকা ভিসা না দিবে, প্যারিসে যাব, ইন্ডিয়া যাব, ইন্ডিয়া না দিলে বাংলাদেশে থাকব, গ্রামে দেখতে যাব।’

আমেরিকার পাঁচ বছরের ভিসা এখনো লাগা আছে— জানিয়ে রাঙ্গা বলেন, ‘আমার এখনো আমেরিকান ভিসা পাঁচ বছরের লাগানো আছে। সেটাও তাঁরা ক্যানসেল করে নাই। ক্যানসেল করলে তো চিঠি দিবে আমাকে, তাও দেয়নি। টাকা দিয়ে ভিসা করছি, মাংনা তো আর দেয়নি! সেটা তো এখনো আছে, বাতিল করেনি। টেলিফোনেও তো বলেনি যে যেতে পারবেন না, যাওয়া হবে না। এগুলো ফাজলামো।’ 

জাতীয় পার্টির পার্টির এ নেতা আরও বলেন, ‘ভিসা নিষেধাজ্ঞা দিলেই কী আর না দিলেই কী। তাতে আমার কী যায় আসে! ওখানে আমার বিজনেস বা ফ্যাক্টরি আছে— তাও তো না। আর এমন না যে আমার চরিত্র ভালো না সে জন্য দিছে। আমি শিওর আমাকে ভিসা নিষেধাজ্ঞা দেয়নি।’

সোমবার একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে মশিউর রহমান রাঙ্গা বলেছেন, ‘শুনেছি আমাকেও ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। বিষয়টি নিয়ে আমি অখুশি না।  আমার আমেরিকার দশ বছরের ভিসা আছে। গত পাঁচ বছরেও আমেরিকা যাইনি। আমার এখন যাওয়ার কোনো ইচ্ছাও নেই, সুযোগও নাই। সামনে নির্বাচন।’

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির