হোম > রাজনীতি

খালেদা জিয়াকে নিয়ে গভীর চক্রান্ত করছে সরকার: মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে সরকার চক্রান্ত শুরু করেছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার ষড়যন্ত্র থেকে তাঁর অসুস্থতা নিয়ে মন্ত্রীরা অপপ্রচার করছেন বলে মন্তব্য করেন তিনি।

আজ মঙ্গলবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফখরুল এমন অভিযোগ ও মন্তব্য করেন। বিএনপি চেয়ারপারসনের অসুস্থতা নিয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন, ‘বেশ কিছুদিন ধরে বিএনপি চেয়ারপারসন অসুস্থ। একবার তাঁকে চার মাস হাসপাতালে থাকতে হয়েছে। তখনো বারবার করে বলেছি যে, তিনি খুব জটিল কিছু রোগে ভুগছেন। এই বিষয়গুলো সবাই জানেন। এরপরেও যদি তারা (সরকার) এই সমস্ত কথাবার্তা বলে, অপপ্রচার করে, এসব কথা বলার অর্থই হচ্ছে তারা আবারও কোনো গভীর চক্রান্ত করছে। যে চক্রান্তের মধ্য দিয়ে দেশনেত্রীকে তারা আবার কারাগারে নিতে পারে কি না, পরিকল্পনা-চক্রান্ত করছে কি না সেটা আমাদের চিন্তা করতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা বারবার করে বলেছি যে, তাঁর চিকিৎসা পাওয়া একটা মৌলিক অধিকার। চিকিৎসকেরা বলেছেন, তাঁকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো দরকার। কিন্তু এখন পর্যন্ত সরকার সে বিষয়ে কোনো কর্ণপাত করেনি। উপরন্তু এই ধরনের (অপপ্রচার) কথাবার্তা বলে অমানবিক আচরণ করছে। তারা আমাদের দেশনেত্রীর সঙ্গে এবং জনগণের সঙ্গে একটা তামাশা করছে।’ 

গত শনিবার থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। ৭৭ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরে আর্থ্রারাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভারসহ নানা রোগে ভুগছেন।

নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

আসিফ মাহমুদকে চেয়ারম্যান করে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

তারেক রহমানের সঙ্গে জার্মান রাষ্ট্রদূত ও অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ

বাসা থেকে হেঁটে অফিসে গেলেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হলেন নাজিমুদ্দিন

বিএনপির বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: নজরুল ইসলাম খান

রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

তারেক রহমানের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

বরিশালের বহিষ্কৃত ১২ নেতা-নেত্রীকে পদে ফেরাল বিএনপি