নির্বাচনব্যবস্থায় অনাস্থাসহ নানা কারণে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে সাড়া দেয়নি কল্যাণ পার্টি। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দলটির সঙ্গে বৈঠকের কথা ছিল।
এ বিষয়ে কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘এই নির্বাচন কমিশনে আমাদের আস্থা নেই। তাছাড়া নির্বাচনব্যবস্থার ওপর অনাস্থা তৈরি হয়েছে। তাই আমরা সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইসিতে না যাওয়ার বিষয়ে চিঠিতেও জানিয়েছি।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত রোববার থেকে সংলাপ শুরু করে ইসি। এরই মধ্যে দুই দিনে সাতটি দল সাংবিধানিক এই সংস্থার সঙ্গে আলোচনায় বসে। রোববার প্রথম দিনে সংলাপে অংশ নেয়নি বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)।
এদিকে আজ মঙ্গলবার আরো তিনটি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। এসব দলের মধ্যে দুপুর ১২টায় ইসলামী ঐক্যজোট, বেলা আড়াইটায় বাংলাদেশ খেলাফত মজলিস ও বিকেল ৪টায় বাংলাদেশ সাম্যবাদী দলের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেবেন।