হোম > রাজনীতি

সংকটের জন্য বিরোধী দলকেও দায়ী করছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় জীবনে সৃষ্ট সংকটের জন্য সরকারের পাশাপাশি বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াতে ইসলামী। দলটির মতে সংকটের জন্য সরকারের ভূমিকা যেমন দায়ী একইভাবে বিরোধী দলগুলোরই এই দায় এড়ানোর সুযোগ নেই। বিরোধী দল সঠিকভাবে দায়িত্ব পালন করেনি বলেই এই সংকট সৃষ্টি হয়েছে।

গত শনিবার অনুষ্ঠিত জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের এক বৈঠকে দলটির আমীর ডা. শফিকুর রহমান এমন কথা বলেন। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কথা জানানো হয়। জামায়াতের আমীর বলেন, ‘সরকারের জুলুম-নিপীড়ন ও ষড়যন্ত্রের মধ্যেই ২০১৮ সালের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচন জাতীয়ভাবে খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু নির্বাচনকে সামনে রেখে যা ঘটে গেল, তা দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়াল। ২০১৮ সালের নির্বাচন একটি ব্যর্থ ও প্রহসনের নির্বাচনে পরিণত হয়। এ জন্য সরকারের ষড়যন্ত্র যেমন দায়ী, তেমনি বিরোধী রাজনৈতিক দলগুলোও এর দায় এড়াতে পারে না। সরকারের ষড়যন্ত্র উপলব্ধি করে তা ব্যর্থ করার দায়িত্ব ছিল বিরোধী দলের। কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি বলেই জাতীয় জীবনে মহাসংকট দেখা দিয়েছে।’

শফিকুর রহমান বলেন, ‘সরকার আবারও আজ্ঞাবহ নতুন নির্বাচন কমিশনকে ব্যবহার করে নির্বাচনের নামে প্রহসন ও নাটক সাজানোর চেষ্টা করছে। তবে আশার ব্যাপার হলো গত নির্বাচনে যারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দল নিরপেক্ষ সরকার গঠনের কথা বলেননি, এবার তারা বলছেন। কিন্তু শুধু বললেই সরকার তাদের এই দাবি মেনে নিবে না। এ জন্য অতীতের মতো কঠিন আন্দোলন-সংগ্রাম গড়ে তুলতে হবে এবং দল নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিতে সরকারকে বাধ্য করতে হবে।’

দাবি আদায়ের আন্দোলন সফল করতে জাতীয় ঐক্য গড়ার তাগিদ দিয়ে জামায়াতের আমীর আরও বলেন, ‘আন্দোলন জোটগত হবে না যুগপৎ হবে সেটা বড় কথা নয়। বড় কথা হলো অভিন্ন কর্মসূচি ও চিন্তার ঐক্য থাকতে হবে। চূড়ান্ত পর্যায়ে সবাইকে এক দফার আন্দোলনে আসতে হবে।’ 

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ইসিকে চাপ দেওয়া তারেক রহমানের ‘সেই পরিকল্পনা’র অংশ কি না—জানতে চান নাহিদ

নির্বাচন কমিশন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে: তাহের

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

তারেক রহমানের সঙ্গে ১১ রাষ্ট্রদূতের বৈঠক

গণভোটের প্রচারণার বিপক্ষে অবস্থান নিয়েছে ইসি: নাহিদ ইসলাম

খেলাফত মজলিসের মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন

ছাত্রদলের ইসি ঘেরাও কর্মসূচি স্থগিত

নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করছে বিএনপি, এনসিপির অভিযোগ