হোম > রাজনীতি

বিএনপি নেতা সরোয়ারকে ডিবি তুলে নিয়ে গেছে, অভিযোগ স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বিএনপির যুগ্ম-মহাসচিব ও বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ারকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর লালবাগ টালি রোডে বোনের বাসা থেকে তাঁকে তুলে নেওয়া হয়। 

সরোয়ারের স্ত্রী নাসিমা সরোয়ার স্বামীকে তুলে নেওয়ার দাবি করে আজকের পত্রিকাকে বলেন, তাঁর স্বামীকে ডিবি তুলে নিয়ে গেছে। 

নাসিমা সরোয়ার বলেন, সরোয়ারকে তাঁর বোনের বাসা লালবাগের টালি রোড থেকে রাত ১০টার দিকে প্রথমে আটকের চেষ্টা করে র‍্যাব। অসুস্থ দেখে তারা চলে যায়। পরে রাত ১২টার দিকে আসে ডিবি। তারা সরোয়ারকে নিয়ে যেতে চাইলে কোন মামলায় গ্রেপ্তার করা হচ্ছে জানতে চাওয়া হয়। কেননা, সরোয়ার সব মামলায় জামিনে রয়েছেন। 

সরোয়ারের স্ত্রী বলেন, তিনি ডিবির গাড়ির পেছনে পেছনে যান। তিনি গিয়ে দেখেন সরোয়ারকে ডিবি তাদের কার্যালয়ে নিয়ে গেছে। তবে এখন পর্যন্ত স্থানীয় থানায় তাঁকে (সরোয়ার) গ্রেপ্তার দেখানো হয়নি। 

সরোয়ারের ঘনিষ্ঠ সহচর বরিশাল নগর বিএনপির সাবেক সহসম্পাদক আনোয়ারুল হক তারিন বলেন, সরোয়ার ভাইকে বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা এ ঘটনায় উদ্বিগ্ন, খোঁজখবর নিচ্ছেন। 

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, তাঁরা বিএনপি নেতা সরোয়ারের গ্রেপ্তারের কোনো তথ্য পাননি। 

তাৎক্ষণিকভাবে এ বিষয়ে ডিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গাইবান্ধা জাপা: মহাসচিব বনাম ভাইস চেয়ারম্যান

ঢাকা-৬ আসন: নানা সংকটের সমাধান দাবি ভোটারদের

পটুয়াখালী-৩: নুরকে জেতাতে মাঠে কেন্দ্রীয় বিএনপি

ইসির শুনানিতে মিন্টু-হাসনাতের বাগ্‌বিতণ্ডা, হট্টগোল

বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে: আসিফ মাহমুদ

জুলাই শহীদদের নিয়ে বিএনপির পরিকল্পনা ‘ইসির কারণে’ বিস্তারিত বললেন না তারেক রহমান

খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী: মঈন খান

ইসলামী আন্দোলনের জন্য এখনো আলোচনার দরজা উন্মুক্ত: জামায়াত

তারেক রহমানের সঙ্গে ভুটান ও নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কৌশলের নামে গুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান