হোম > রাজনীতি

ফিলিস্তিনে সেনা পাঠানোর আহ্বান খেলাফত আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফিলিস্তিনকে ইসরায়েলের হামলা থেকে বাঁচাতে বাংলাদেশ সেনাবাহিনীকে পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে বিক্ষোভ মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে এই আহ্বান জানান খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। 

হাবিবুল্লাহ মিয়াজী বলেন, ‘মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের উচিত ইসরায়েলের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া। প্রয়োজনে বাংলাদেশ থেকে সৈন্যবাহিনী ফিলিস্তিনে পাঠিয়ে ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য ব্যবস্থা গ্রহণ করা।’ 

ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জাতিসংঘকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে নির্বিচারে ফিলিস্তিনে বোমা হামলা করছে উল্লেখ করে হাবিবুল্লাহ মিয়াজী বলেন, ফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বর হামলা প্রমাণ করেছে ইসরায়েল শুধু ফিলিস্তিনের দুশমন না, গোটা দুনিয়ার দুশমন। ইসরায়েল মানবতার দুশমন। 

ইসরায়েলের বিরুদ্ধে কথা বলায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে খেলাফত আন্দোলনের আমির আতাউল্লাহ হাফেজ্জী বলেন, ‘প্রধানমন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেছে এ জন্য আপনাকে ধন্যবাদ। ইসরায়েলের হামলায় ফিলিস্তিনে বিপর্যয় নেমে এসেছে। তাদের মানবিক সহায়তা প্রয়োজন। সরকারের কাছে আহ্বান থাকবে ফিলিস্তিনে দ্রুত মানবিক সহায়তা পৌঁছে দেবেন।’ 

সমাবেশে থেকে ইসরায়েলকে বয়কটের দাবি তোলেন অন্যান্য নেতারা। সমাবেশ শেষে দলটির একটি বিক্ষোভ মিছিল পুরানা পল্টন মোড়, বিজয়নগর ও কাকরাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ফিলিস্তিনের একটি বিশাল পতাকা নিয়ে মিছিলে যোগ দেন নেতা-কর্মীরা।

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ইসিকে চাপ দেওয়া তারেক রহমানের ‘সেই পরিকল্পনা’র অংশ কি না—জানতে চান নাহিদ

নির্বাচন কমিশন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে: তাহের

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

তারেক রহমানের সঙ্গে ১১ রাষ্ট্রদূতের বৈঠক

গণভোটের প্রচারণার বিপক্ষে অবস্থান নিয়েছে ইসি: নাহিদ ইসলাম

খেলাফত মজলিসের মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন

ছাত্রদলের ইসি ঘেরাও কর্মসূচি স্থগিত

নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করছে বিএনপি, এনসিপির অভিযোগ