ফিলিস্তিনকে ইসরায়েলের হামলা থেকে বাঁচাতে বাংলাদেশ সেনাবাহিনীকে পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে বিক্ষোভ মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে এই আহ্বান জানান খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।
হাবিবুল্লাহ মিয়াজী বলেন, ‘মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের উচিত ইসরায়েলের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া। প্রয়োজনে বাংলাদেশ থেকে সৈন্যবাহিনী ফিলিস্তিনে পাঠিয়ে ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য ব্যবস্থা গ্রহণ করা।’
ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জাতিসংঘকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে নির্বিচারে ফিলিস্তিনে বোমা হামলা করছে উল্লেখ করে হাবিবুল্লাহ মিয়াজী বলেন, ফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বর হামলা প্রমাণ করেছে ইসরায়েল শুধু ফিলিস্তিনের দুশমন না, গোটা দুনিয়ার দুশমন। ইসরায়েল মানবতার দুশমন।
ইসরায়েলের বিরুদ্ধে কথা বলায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে খেলাফত আন্দোলনের আমির আতাউল্লাহ হাফেজ্জী বলেন, ‘প্রধানমন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেছে এ জন্য আপনাকে ধন্যবাদ। ইসরায়েলের হামলায় ফিলিস্তিনে বিপর্যয় নেমে এসেছে। তাদের মানবিক সহায়তা প্রয়োজন। সরকারের কাছে আহ্বান থাকবে ফিলিস্তিনে দ্রুত মানবিক সহায়তা পৌঁছে দেবেন।’
সমাবেশে থেকে ইসরায়েলকে বয়কটের দাবি তোলেন অন্যান্য নেতারা। সমাবেশ শেষে দলটির একটি বিক্ষোভ মিছিল পুরানা পল্টন মোড়, বিজয়নগর ও কাকরাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ফিলিস্তিনের একটি বিশাল পতাকা নিয়ে মিছিলে যোগ দেন নেতা-কর্মীরা।