হোম > রাজনীতি

কালোটাকা সাদা করার সুযোগ দিয়ে অসততাকে উৎসাহিত করছে সরকার: ব্যারিস্টার জমির উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কালোটাকা সাদা করার সুযোগ দেওয়ার অর্থ ‘অসততাকে উৎসাহিত করা’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। আজ শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে তিনি এ মন্তব্য করেন।

সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীর স্মরণে সম্মিলিত পেশাজীবী পরিষদ এই সভার আয়োজন করে।

জমির উদ্দিন সরকার বলেন, ‘এই যে লুটপাটের কালোটাকা, যদি ১৫ শতাংশ (কর) দিয়ে সাদা করা যায়, তাহলে তো যারা আমরা খেটে খাওয়া লোক আছি, তাদের সঙ্গে ওদের (কালোটাকার মালিক) তো পার্থক্য থাকছে না। যে দুর্নীতি করে টাকা রাখবে, এই টাকা বাজেয়াপ্ত হবে না। ট্যাক্স দিয়ে যদি হোয়াইট করা যায়, তাহলে তো ইউ উইল বি এনকারেজিং ডিসঅনেস্টি।’

গতকাল বৃহস্পতিবার সংসদে ২০২৪-২৫ অর্থবছরের উপস্থাপিত বাজেটে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এই অপ্রদর্শিত অর্থ ১৫ শতাংশ কর দিয়ে বৈধ করার সুযোগ দেওয়ার প্রস্তাব করেন।

সরকারের উদ্দেশে সাবেক এই স্পিকার বলেন, ‘এই জন্য আমি এই বিষয়ে (অপ্রদর্শিত আয় সাদা করার বিষয়) সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। এটি বিবেচনার সময়ে সাবধানে দেখবেন যে পার্থক্য থাকে যেন, ওয়ান ইজ আর্নিং মানি অ্যান্ড আদার ওয়ান ইজি গেটিং মানি। আর্নিং মানি কোনো সময়ে গেটিং মানির সঙ্গে এক না হয়। এটুকু অনুরোধ সরকারের কাছে রইল।’

পাক বাহিনীর হয়ে বুদ্ধিজীবীদের বাড়ি থেকে কারা তুলে নিয়ে গিয়েছিল, ভালো করেই জানি: মির্জা ফখরুল

শহীদ বুদ্ধিজীবীদের পাকিস্তানিরা নয়, ভারতীয়রাই হত্যা করেছিল: গোলাম পরওয়ার

বিজয় দিবসে বিএনপির দুই দিনের কর্মসূচি

স্বাধীনতাবিরোধী শক্তি ভোল পাল্টে নতুন দেশ গড়ার ভাব দেখাচ্ছে: মির্জা ফখরুল

নির্বাচন বানচাল ও গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতেই ‘টার্গেটেড কিলিং’: নাহিদ ইসলাম

নির্বাচন বানচাল ও গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতেই টার্গেট কিলিং: নাহিদ ইসলাম

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বিএনপি নেতা মোশাররফ

সুদানে ৬ সেনা নিহতের ঘটনায় তারেক রহমানের শোক

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

এআই দিয়ে তৈরি ছবি বুঝতে না পারায় দুঃখ প্রকাশ করলেন রিজভী