হোম > রাজনীতি

ছাত্রদের মধ্যে সংঘাত কাম্য নয়: গণফোরামের চেয়ারম্যান

আজকের পত্রিকা ডেস্ক­

আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে গণফোরাম সংবাদ সম্মেলন করে। ছবি: আজকের পত্রিকা

গণফোরামের চেয়ারম্যান মোস্তফা মহসিন মন্টু বলেছেন, ‘যে ছাত্ররা একসময় স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে, আজ তাদেরই সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজসহ বিভিন্ন স্থানে সংঘাতে জড়াতে দেখা যাচ্ছে। এটি দুঃখজনক ও অগ্রহণযোগ্য। আমরা ছাত্রদের মধ্যে জাতীয় ঐক্য চাই এবং বিশ্বাস করি, তাদের ঐক্যবদ্ধ আন্দোলন ভবিষ্যতে জাতির উন্নয়ন নিশ্চিত করবে।’

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে গণফোরামের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মোস্তফা মহসিন মন্টু বলেন, ‘সমাজের বিভিন্ন খাতে অরাজকতা দেখা যাচ্ছে। বিশেষ করে গার্মেন্টস সেক্টর ও অটোরিকশা সমস্যা নিয়ে অস্পষ্ট সিদ্ধান্তের কারণে অস্থিতিশীলতা সৃষ্টি হচ্ছে। এসব ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের আগে যথাযথ জরিপ ও পরামর্শ নেওয়া উচিত, যাতে পরিস্থিতি আরও অবনতির দিকে না যায়।’

তিনি আন্দোলনের বিষয়ে সতর্ক করে বলেন, ‘দাবি আদায়ের জন্য অনেকেই আন্দোলন করছে। তবে এ আন্দোলন যেন সহিংসতায় রূপ না নেয়, সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে।’

চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন মোস্তফা মহসিন মন্টু। তিনি দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান।

ভারত প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমরা তাদের সঙ্গে বন্ধুত্ব চাই, প্রভুত্ব নয়।’

তিনি ইসকন নেতা চিন্ময় প্রভুর গ্রেপ্তার প্রসঙ্গে বলেন, ‘চিন্ময় প্রভু ইসকনের বহিষ্কৃত সদস্য। তার কর্মকাণ্ডের পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। এ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা দরকার।’

গণফোরামের সম্মেলন প্রসঙ্গে তিনি জানান, ‘৩০ নভেম্বর আমাদের সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন সভাপতিত্ব করবেন। আমাদের মধ্যে এখন আর কোনো বিভক্তি নেই, আমরা একসঙ্গে কাজ করছি।’

গণফোরামের কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘সরকার ১০০ দিন পার করার পরও সুস্পষ্ট কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। সরকারের ধীরগতির কারণে জনগণের মধ্যে অস্থিরতা বাড়ছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণফোরামের কো-চেয়ারম্যান এস এম আলতাফ হোসেন, সমন্বয় কমিটির সদস্য জগলুল হায়দার এবং সদস্যসচিব ডা. মো. মিজানুর রহমান প্রমুখ।

ইসির নির্লিপ্ততা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে: বিএনপি

‘জামায়াত কি জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করবে’— সংশয়ে ইসলামী আন্দোলন, নতুন জোটের ইঙ্গিত

বাসার ভেতর পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

কিছু প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে উসকানিমূলক কথাবার্তা বলছে: মির্জা আব্বাস

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’