হোম > রাজনীতি

ইভিএম নিয়ে শঙ্কা কাটানোর আহ্বান ইসলামী ঐক্যজোটের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইভিএম নিয়ে জনগণের শঙ্কা কাটাতে নির্বাচন কমিশনকে সর্বাত্মক চেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে ইসলামী ঐক্যজোট। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে ইসলামী ঐক্যজোটের ভাবনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানিয়েছে দলটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দলের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বিশ্বের বিভিন্ন দেশে ইভিএম প্রযুক্তি চলমান রয়েছে উল্লেখ করে বলেন, দেশের জনগণের একটি অংশ ইভিএমে অভ্যস্ত না হওয়ায় তাদের মধ্যে একটি শঙ্কা কাজ করছে। বাংলাদেশ তথ্য প্রযুক্তি ও শিক্ষায় অনেক এগিয়েছে। তাই জীবনযাত্রা ও শিক্ষার মানোন্নয়নের সঙ্গে সামঞ্জস্য রেখে ইভিএমেও ভোট হতে পারে। তবে নির্বাচন কমিশনকে অবশ্যই ইভিএম নিয়ে জনগণের শঙ্কা কাটানোর লক্ষ্যে সর্বাত্মক প্রয়াস চালাতে হবে।

আগামী জাতীয় নির্বাচনে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার জন্যও তারা প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

এদিকে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধকে কাজে লাগিয়ে দেশের একটি স্বার্থান্বেষী মহল বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে বলেও উল্লেখ করেন তিনি। এই সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান মাওলানা আবুল হাসনাত আমিনী, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমানসহ অন্যরা।

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

আগামী নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

‘জুলাই যোদ্ধারাও মুক্তিযোদ্ধা’, পৃথক বিভাগ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

তারেক রহমানের সঙ্গে কবি-সাহিত্যিকদের সৌজন্য সাক্ষাৎ

গাইবান্ধা জাপা: মহাসচিব বনাম ভাইস চেয়ারম্যান

ঢাকা-৬ আসন: নানা সংকটের সমাধান দাবি ভোটারদের

পটুয়াখালী-৩: নুরকে জেতাতে মাঠে কেন্দ্রীয় বিএনপি

ইসির শুনানিতে মিন্টু-হাসনাতের বাগ্‌বিতণ্ডা, হট্টগোল

বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে: আসিফ মাহমুদ

জুলাই শহীদদের নিয়ে বিএনপির পরিকল্পনা ‘ইসির কারণে’ বিস্তারিত বললেন না তারেক রহমান