ইভিএম নিয়ে জনগণের শঙ্কা কাটাতে নির্বাচন কমিশনকে সর্বাত্মক চেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে ইসলামী ঐক্যজোট। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে ইসলামী ঐক্যজোটের ভাবনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানিয়েছে দলটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দলের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বিশ্বের বিভিন্ন দেশে ইভিএম প্রযুক্তি চলমান রয়েছে উল্লেখ করে বলেন, দেশের জনগণের একটি অংশ ইভিএমে অভ্যস্ত না হওয়ায় তাদের মধ্যে একটি শঙ্কা কাজ করছে। বাংলাদেশ তথ্য প্রযুক্তি ও শিক্ষায় অনেক এগিয়েছে। তাই জীবনযাত্রা ও শিক্ষার মানোন্নয়নের সঙ্গে সামঞ্জস্য রেখে ইভিএমেও ভোট হতে পারে। তবে নির্বাচন কমিশনকে অবশ্যই ইভিএম নিয়ে জনগণের শঙ্কা কাটানোর লক্ষ্যে সর্বাত্মক প্রয়াস চালাতে হবে।
আগামী জাতীয় নির্বাচনে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার জন্যও তারা প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
এদিকে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধকে কাজে লাগিয়ে দেশের একটি স্বার্থান্বেষী মহল বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে বলেও উল্লেখ করেন তিনি। এই সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান মাওলানা আবুল হাসনাত আমিনী, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমানসহ অন্যরা।