হোম > রাজনীতি

রওশন এরশাদের সঙ্গে কোনো দ্বন্দ্ব ছিল না, এখনো নেই: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রওশন এরশাদের সঙ্গে কোনো সময় দ্বন্দ্ব ছিল না, এখনো কোনো দ্বন্দ্ব নেই দাবি করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘রওশন এরশাদ আমার ভাবি। আমার ভাইকে (এইচ এম এরশাদ) আমরা বাবার মতো শ্রদ্ধা করতাম। সেই হিসেবে বয়সে যা-ই হোক, ভাবিকে আমরা মায়ের মতোই দেখেছি ছোটবেলা থেকে।’ 

আজ বুধবার সন্ধ্যায় তিন দিনের ভারত সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

জি এম কাদের ভারত সফরে থাকাকালে গতকাল মঙ্গলবার নিজেকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ঘোষণা করেন পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। যদিও পরে রওশন এরশাদ এর সঙ্গে জড়িত নন বলে দাবি করেন তাঁর রাজনৈতিক সচিব গোলাম মসীহ। 

এই প্রসঙ্গে জি এম কাদের বলেন, ‘আমি বিশ্বাস করি উনি (রওশন এরশাদ) এটা করেননি। তাঁকে দিয়ে যারা এটা করানোর চেষ্টা করেছে, আমি মনে করি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। রওশন এরশাদের অসুস্থতার সুযোগ নিয়ে বিভিন্ন ধরনের কাগজপত্র সই করানো হচ্ছে, ওনার কাছ থেকে বক্তব্য নেওয়া হচ্ছে। আমার জানামতে, উনি এগুলো নিজের ইচ্ছায় বা জেনেশুনে দিচ্ছেন না।’ 

জাতীয় পার্টিকে দুর্বল করার জন্যই একটি পক্ষ এই কাজ করছে অভিযোগ করে জাপা চেয়ারম্যান বলেন, ‘এটা করার উদ্দেশ্যই হলো জাতীয় পার্টিকে দুর্বল করা। কিছু লোক দেবর-ভাবির দ্বন্দ্ব ইত্যাদি বলে বলে বিভিন্নভাবে উসকে দিচ্ছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এমনটা করা হচ্ছে। শুধু নেতা-কর্মী নয়, এসব বলে সাধারণ মানুষের মধ্যে জাতীয় পার্টি নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া হচ্ছে। তীব্র ভাষায় এর নিন্দা জানাই।’ 

ভারত সফর প্রসঙ্গে জি এম কাদের বলেন, ‘আমি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। সেখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আমার খোলামেলা আলোচনা হয়েছে। সেই আলাপ কার সঙ্গে হয়েছে এবং কী বিষয়ে হয়েছে—সেটি বিস্তারিত কিছু বলতে পারব না। তাঁরা যদি প্রকাশ করতে চান, করবেন। কিন্তু তাঁদের অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারব না।’

বিজয় দিবসে বিএনপির দুই দিনের কর্মসূচি

স্বাধীনতাবিরোধী শক্তি ভোল পাল্টে নতুন দেশ গড়ার ভাব দেখাচ্ছে: মির্জা ফখরুল

নির্বাচন বানচাল ও গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতেই ‘টার্গেটেড কিলিং’: নাহিদ ইসলাম

নির্বাচন বানচাল ও গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতেই টার্গেট কিলিং: নাহিদ ইসলাম

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বিএনপি নেতা মোশাররফ

সুদানে ৬ সেনা নিহতের ঘটনায় তারেক রহমানের শোক

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

এআই দিয়ে তৈরি ছবি বুঝতে না পারায় দুঃখ প্রকাশ করলেন রিজভী

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

নির্বাচন অত সহজ হবে না–আমার কথাই সত্যি হচ্ছে: তারেক রহমান