হোম > জাতীয়

খালেদা জিয়ার নিরাপত্তায় পুলিশ পাহারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তির পর তাঁর নিরাপত্তার জন্য পুলিশ এস্কর্ট দিল অন্তবর্তীকালীন সরকার। 

খালেদা জিয়ার নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক–৪ শাখার উপ–সচিব মো. আরিফ–উজ–জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।  

আরিফ–উজ–জামান আজকের পত্রিকাকে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়ার জন্য তাঁর পক্ষ থেকে এবিএম আবদুস সাত্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব বরাবরে চিঠি লিখেন। পরে সরকার তাঁর গুলশানের বাসভবন ও চলাচলের সময় সার্বিক নিরাপত্তাসহ পুলিশ এস্কর্ট দেওয়ার জন্য আইজিপির কাছে চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

চিঠিতে বলা হয়, বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমানে অবস্থানকালীন গুলশানের বাসভবন ও চলাচলের জন্য পুলিশ এস্কর্ট বরাদ্দসহ যথোপযুক্ত সার্বিক নিরাপকত্তা নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালে খালেদা জিয়ার ১০ বছর সাজা হয়। এই সাজার পর তিনি পুরান ঢাকার বকশীবাজার কারাগারে থাকেন। এরপর সরকারের কাছে চিকিৎসার জন্য আবেদন করা হয়। পরে সরকার নির্বাহী আদেশে তাঁর সাজা স্থগিত করে বাসায় রেখে চিকিৎসার ব্যবস্থা করে।

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গত ৬ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকে বেগম খালেদা জিয়াককে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলাকারীরা শনাক্ত, জানালেন ধর্ম উপদেষ্টা

শেখ হাসিনা, সাবেক মন্ত্রী-সচিবসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দেশি নির্বাচন পর্যবেক্ষকদের জন্য আবেদনের সময় বাড়ল

টিএফআই সেলে গুম: হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পেছাল

পোস্টাল ভোট দিতে নিবন্ধন করলেন ৫ লাখ ৫৭ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবী

লাগেজ সুরক্ষায় শাহজালালে বডি ওর্ন ক্যামেরার ব্যবহার বাড়াল বিমান

ট্রেনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জাতীয় কমিটির

ভোটের আগে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে ইসির বৈঠক

চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

দক্ষিণ সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন