হোম > জাতীয়

খালেদা জিয়ার নিরাপত্তায় পুলিশ পাহারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তির পর তাঁর নিরাপত্তার জন্য পুলিশ এস্কর্ট দিল অন্তবর্তীকালীন সরকার। 

খালেদা জিয়ার নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক–৪ শাখার উপ–সচিব মো. আরিফ–উজ–জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।  

আরিফ–উজ–জামান আজকের পত্রিকাকে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়ার জন্য তাঁর পক্ষ থেকে এবিএম আবদুস সাত্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব বরাবরে চিঠি লিখেন। পরে সরকার তাঁর গুলশানের বাসভবন ও চলাচলের সময় সার্বিক নিরাপত্তাসহ পুলিশ এস্কর্ট দেওয়ার জন্য আইজিপির কাছে চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

চিঠিতে বলা হয়, বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমানে অবস্থানকালীন গুলশানের বাসভবন ও চলাচলের জন্য পুলিশ এস্কর্ট বরাদ্দসহ যথোপযুক্ত সার্বিক নিরাপকত্তা নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালে খালেদা জিয়ার ১০ বছর সাজা হয়। এই সাজার পর তিনি পুরান ঢাকার বকশীবাজার কারাগারে থাকেন। এরপর সরকারের কাছে চিকিৎসার জন্য আবেদন করা হয়। পরে সরকার নির্বাহী আদেশে তাঁর সাজা স্থগিত করে বাসায় রেখে চিকিৎসার ব্যবস্থা করে।

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গত ৬ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকে বেগম খালেদা জিয়াককে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন

খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনার দায় আছে: আসিফ নজরুল

খালেদা জিয়ার মৃত্যুতে শিল্পকলার সব অনুষ্ঠান তিন দিনের জন্য বন্ধ ঘোষণা

খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক

খালেদা জিয়ার জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, বেলা ২টায়

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যু সংবাদ

খালেদা জিয়ার জানাজা কাল, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে

খালেদা জিয়ার জেলজীবন