হোম > জাতীয়

কাঠগড়া ছাড়া দেশে হাসিনার কোনো স্থান নেই: ফরিদা আখতার

আজকের পত্রিকা ডেস্ক­

পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে ফরিদা আখতার। ছবি: আজকের পত্রিকা

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘শেখ হাসিনা যদি দেশে আসেন, তাহলে আসবেন গণহত্যার আসামি হিসেবে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে। এ ছাড়া আর কোথাও জায়গা নেই তাঁর।’

আজ রোববার বিকেলে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বৈষম্যবিরোধী আন্দোলনে বিজিবির উদ্যোগে আহতদের পুনর্বাসন সহায়তা কার্যক্রমের অনুষ্ঠানে ফরিদা আখতার এ কথা বলেন। এ অনুষ্ঠানে কবি ও চিন্তক ফরহাদ মজহারও উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

ফরিদা আখতার বলেন, ‘তিনি (শেখ হাসিনা) প্রতিদিনই দেশের এদিক দিয়া ঢোকেন, ওদিক দিয়ে ঢোকেন! কিন্তু তাঁর মনে রাখতে হবে, তাঁকে এসে কাঠগড়ায় দাঁড়াতে হবে।’

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব সম্পর্কে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘আমাদের দায়িত্ব শুধু কয়েকটা মন্ত্রণালয় চালানো না, আমাদের দায়িত্ব একটা নির্বাচিত সরকারের থেকেও বেশি। যতটুকু সময় আমরা থাকি না কেন—আমাদের দায়বদ্ধতা থাকবে। যদি আমরা আমাদের দায়িত্ব পালন করতে না পারি, তাহলে আমাদের অবশ্যই সাজা দেবেন।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুরুষের পাশাপাশি নারীদেরও অবদান ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘শুধু পুরুষ নন, নারীরাও সমানভাবে আন্দোলনে নেমে এসেছিলেন। ছাত্র-জনতার প্রতিবাদের মুখে ফ্যাসিস্ট হাসিনা বিতাড়িত হয়েছে। অনেকগুলো হাসপাতাল ঘুরেছে, একটা ছেলের হাত কেটে গেছে—সে ক্রিকেট খেলত, কিন্তু তার চোখে-মুখে বিষাদ নয়, ছিল আনন্দ। বলছে, এমন ঘটলে আবারও সে রাস্তায় নামবে।’

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

বড় নেতার সম্পদ কম

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার: মানতে হবে এআই ব্যবহারসহ ৭টি বিধি

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার