হোম > জাতীয়

জাপান থেকে আসছে আরও ১৩ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনের (গ্যাভি) মাধ্যমে জাপান থেকে আরও ১৩ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা আসছে। আগামীকাল শনিবার ও আগামী বুধবার দুই ভাগে এসব টিকা আসছে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

গত ২৪ জুলাই একই মাধ্যমে দেশটি থেকে ২ লাখ ৪৫ হাজার অ্যাস্ট্রাজেনেকার টিকা আসে। টিকার এই বৈশ্বিক উদ্যোগ থেকে ৬ কোটি ৮০ লাখ ডোজ টিকা পাবে বাংলাদেশ। এখন পর্যন্ত এসেছে ৫৮ লাখ ৪৫ হাজার ৬২০ ডোজ। 

করোনা মোকাবিলায় দেশটি বাংলাদেশকে ৩০ লাখ টিকা দিতে চেয়েছে। এসব টিকা দিয়ে দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকা ব্যক্তিদের টিকা নিশ্চিত করা হবে।

টিকা সরবরাহ বাড়ায় গ্রামাঞ্চলের জনগোষ্ঠীকে সাধারণ নিয়মেই করোনার টিকা দেওয়া শুরু হয়েছে।

এর আগে গত সোমবার স্বাস্থ্য পরিবারকল্যাণ মন্ত্রী জানান, দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে লাগবে ২১ কোটি ডোজ। ২১ মাসেরও কম সময়ে সেই টিকা দিতে চায় সরকার। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে ৩ কোটি ডোজ অ্যাস্ট্রোজেনেকার টিকা আসবে। এরই মধ্যে ৭০ লাখ এসেছে। চীনের কাছ থেকে সিনোফার্ম ভ্যাকসিন নিতে চুক্তি হয়েছে। এর একটা অংশ এরই মধ্যে চলে এসেছে। ১ কোটি টিকা আসবে রাশিয়া থেকে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, কোভ্যাক্স থেকে মর্ডার্না, ফাইজারের মতো টিকা পাচ্ছে বাংলাদেশ। সেখান থেকে ৬ কোটি ৮০ লাখ আসবে। অর্থাৎ প্রায় ৭ কোটি ডোজ হাতে আসছে। এ ছাড়া জনসন অ্যান্ড জনসনের সঙ্গে ৭ কোটি ডোজ টিকার জন্য চুক্তি হয়েছে, যা আগামী বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) আসতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

হাদির খুনিদের আশ্রয় দেওয়া দুই ভারতীয়কে আটক করেছে মেঘালয় পুলিশ: ডিএমপি

হাদি হত্যাকাণ্ড: ফয়সাল ও তাঁর সহযোগী ভারতে পালিয়েছেন—জানাল ডিএমপি

শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র: ১৩০ কোটি খরচ না করায় ক্ষতি ৩০০০ কোটি টাকা

রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল বিএনটিটিপি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ কাল

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার সিরিয়াস: পররাষ্ট্র উপদেষ্টা

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার, ঢাকার ৬ জেলায় এ পর্যন্ত সংগ্রহ ৫০৯টি

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে