হোম > জাতীয়

ইতিহাসে প্রথম আপিল বিভাগে চেম্বার আদালত বেড়ে দুটি হলো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চেম্বার আদালতের সংখ্যা বাড়ল। এত দিন একটি চেম্বার আদালতে বিচারকাজ চললেও আজ রোববার থেকে দুটিতে বিচারকাজ শুরু হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ চেম্বার আদালতের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন বলে সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে।

এখন থেকে চেম্বার জজ–১ হিসেবে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক এবং চেম্বার জজ–২ হিসেবে আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব দায়িত্ব পালন করবেন।

‘আপিল বিভাগের মামলাসংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ২০ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ এই দুটি চেম্বার আদালত কাজ করবে বলে সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। দুই আদালতের অধিক্ষেত্রও নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেওয়ানি ও ফৌজদারি প্রকৃতির মামলা থেকে উদ্ভূত মামলাগুলো রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন বেলা সোয়া ১টা থেকে শারীরিকভাবে উপস্থিতি থেকে শুনানি করবেন চেম্বার জজ–১ আদালত।

আর হাইকোর্ট বিভাগের রিট ও আদিম অধিক্ষেত্রাধীন বিষয় থেকে উদ্ভূত মামলাগুলো প্রতি রোববার, মঙ্গল ও বৃহস্পতিবার বেলা আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত শারীরিক উপস্থিতিতে যথারীতি শুনানি গ্রহণ করবেন চেম্বার জজ–২ আদালত।

সম্পদের হিসাব দিয়েছি, কূটনৈতিক পাসপোর্ট ক্যানসেল করেছি: আসিফ মাহমুদ

প্রধান বিচারপতির সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিজয় দিবস উপলক্ষে সাজা মওকুফে মুক্তি পাচ্ছেন পাঁচ বন্দী

জয়কে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

বিদেশি আইনজীবী চান আনিসুল–সালমান

আইজিপির সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এত অল্প সময়ে তোমরা যা দিয়েছ, তা জাতি কখনো ভুলবে না—আসিফ-মাহফুজকে ড. ইউনূস

আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র কার্যকর তফসিল ঘোষণার পর: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

প্রাথমিকের আরও ৬৫,৫০২ প্রধান শিক্ষক পাচ্ছেন ১০ম গ্রেডে বেতন

মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৬০ এজেন্সির পেটে ৪৫০০ কোটি টাকা