হোম > জাতীয়

জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীরের’ ৬ সদস্যের সন্ধান চায় এটিইউ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’ ছয় সদস্যের তথ্যের জন্য ছবি প্রকাশ করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউনিটের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ আসলাম খান।

ছয় সদস্য হলেন মো. আবু জায়িদ (৩৫ থেকে ৪০ বছর), শিবলি আহম্মেদ (৪০ থেকে ৪৫ বছর), মো. ইমাদুল আমিন (৪০ থেকে ৪৩ বছর), মো. ফয়সাল (২২ থেকে ২৬ বছর), আব্দুর রহমান (২৫ থেকে ৩০ বছর), হাফিজ আল রাজি (৩০ থেকে ৩৫ বছর)। তবে তাঁদের ঠিকানা ও বাবা-মায়ের নাম-পরিচয় অজ্ঞাত।

মোহাম্মদ আসলাম খান বলেন, ‘দেশে বেশ কিছু উগ্রবাদী ও জঙ্গিসংশ্লিষ্ট সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে ‘হিযবুত তাহরীর’ একটি। ২০০৯ সালের ২২ অক্টোবর এই সংগঠনকে নিষিদ্ধ করে সরকার। সংগঠনটির কিছু সক্রিয় সদস্য ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি বেলা সাড়ে ৩টার দিকে অনলাইনে একটি সমাবেশ করেন। এই সমাবেশে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন এই ছয়জন।’

‘অনলাইন সমাবেশে কোরআন তিলাওয়াত করেন ফয়সাল। একই বছরের ১৬ অক্টোবর বেলা ৩টার দিকে আবারও সমাবেশের আয়োজন করা হয়। সেই সমাবেশে মো. আবু জায়িদ ৩০ মিনিট বক্তব্য দেন। আব্দুর রহমান প্রায় ৩৩ মিনিট বক্তব্য দেন। মো. ইমাদুল আমিন প্রায় ২৩ মিনিট আলোচনা করেন। সর্বশেষ হাফিজ আল রাজি আবারও অনলাইন সমাবেশে কোরআন তিলাওয়াত করেন।’

এসপি আসলাম খান আরও বলেন, ‘নিখোঁজ ছয়জনের বিরুদ্ধে ২০২০ সালের মার্চের ২ তারিখ ডিএমপির গুলশান থানায় সন্ত্রাসবিরোধী, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। একই বছরে দ্বিতীয়বার অনলাইনে সমাবেশ করার পরে এই দুই ধারায় আরও দুটি মামলা করা হয়। এই মামলার পর থেকেই তাঁরা আত্মগোপনে চলে যান।’

নিষিদ্ধঘোষিত সংগঠনটির সদস্যরা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, ভীতি ও দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টা করে আসছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, ‘ইন্টারনেট ব্যবহার করে উগ্রবাদী কার্যক্রমে উদ্বুদ্ধ করতে বিভিন্ন প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন তাঁরা। তাই তাদের বিরুদ্ধে থাকা মামলার তদন্ত ও পরিচয় শনাক্তে নিষিদ্ধঘোষিত সংগঠনটির ছয় সদস্যের ছবি প্রকাশ করা হয়েছে।’

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন

ভোটের আগের দিন সাধারণ ছুটি থাকবে: প্রেস সচিব

৪৮তম বিশেষ বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ

বেশি বেতনের লোভ দেখিয়ে পাচার, মিয়ানমার থেকে উদ্ধার ৮ বাংলাদেশি দেশে ফিরছেন

ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

অন্যের এনআইডি বহন কিংবা হস্তান্তর করা যাবে না: ইসি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটের লড়াইয়ে চূড়ান্ত প্রার্থী ১৯৮১ জন

‘হ্যাঁ’-এর প্রার্থী আপনি আমি আমরা সবাই: আলী রীয়াজ

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের, নাছিম, আরাফাতসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক