ঢাকা: করোনাভাইরাস সংক্রমণ বাড়ার কারণে ঢাকা থেকে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ করা হয়েছে। ফলে বাতিল হওয়া ট্রেনের অগ্রিম টিকিটের টাকা ফেরত দিচ্ছে রেলওয়ে।
আজ বুধবার কমলাপুর রেলস্টেশনে অগ্রিম টিকিটের টাকা ফেরত নিতে অনেক যাত্রী কাউন্টারের সামনে জড়ো হয়েছেন।
টিকিট ফেরত দেওয়ার বিষয়ে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, আজ থেকে বাতিল হওয়া ট্রেনের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে। তবে কেউ যদি ২৪ তারিখের অগ্রিম টিকিট কেটে থাকেন, তাহলে তাঁকে ওই তারিখেই আসতে হবে। ২৩ তারিখে এলে সেই টিকিটের টাকা ফেরত দেওয়া হবে না। যারা ২৩ তারিখের টিকিট কেটেছিলেন আজ তাঁদের টাকা ফেরত দেওয়া হচ্ছে।
এদিকে কমলাপুর রেলস্টেশনে খোঁজ নিয়ে জানা যায়, টিকিট ফেরত দিতে এসে যাত্রীরা কিছুটা ভোগান্তির শিকার হচ্ছেন। কেননা অনেক যাত্রীই জানেন না, যে তারিখের অগ্রিম টিকিট সেদিনই আসতে হবে। ফলে অনেক যাত্রী ফিরে গেছেন।
৩০ জুন পর্যন্ত সারা দেশের সঙ্গে রেলযোগাযোগ বন্ধের এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।