হোম > জাতীয়

চালের বস্তায় দাম লিখে দেওয়ার বিষয়ে যা বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পয়লা বৈশাখ থেকে চালের বস্তার গায়ে দাম লিখে দেওয়ার বিষয়টি কার্যকর করা হবে বলে জানিয়েছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। তবে সেই বিষয়ে এখনো খুব বেশি অগ্রগতি হয়নি। আজ সোমবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানিয়েছেন, খাদ্য ও কৃষি মন্ত্রণালয় এই বিষয়ে ভালো বলতে পারবে। 

আজ সোমবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে আহসানুল ইসলামের কাছে জানতে চাওয়া হয়, চালের বস্তার গায়ে দাম লিখে দেওয়ার বিষয়টি কত দূর এগিয়েছে? 

জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয় সঠিক উত্তর দিতে পারবে। সেই সঙ্গে কৃষি মন্ত্রণালয় আরও ভালো উত্তর দিতে পারবে। আমাদের মন্ত্রণালয়ের কোনো কিছু থাকলে আমরা সমন্বয় করব। প্রতিটি মন্ত্রণালয় যার যার কাজ করে। বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ হলো বাজার ব্যবস্থাপনা ও পণ্যের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা। বিশেষ করে, আমদানি করে যেসব জিনিস আনা হয়।’ 

আপনি বলেছিলেন, পয়লা বৈশাখ থেকে কার্যকর করবেন—বিষয়টি উল্লেখ করে জানতে চাইলে আহসানুল ইসলাম বলেন, ‘সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়টি ইস্যু করেছে। তারপর কী হয়েছে তাদের সঙ্গে কোঅরডিনেশন মিটিং করে বলতে পারব। মিটিংটা করার পরই আমি আপনাদের বলতে পারব।’ 

গ্রামে বেগুনে কেজিপ্রতি ৫ টাকা, সেটা শহরে এসে ৭০ টাকা হয়। এ বিষয়ে কী ধরনের পদক্ষেপ নিয়েছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই সংশ্লিষ্ট প্রশ্নটি কৃষি বিপণন অধিদপ্তরের, তারা ভালো উত্তর দিতে পারবে। আমরা যেটা পারি, আমাদের বাজার ব্যবস্থাপনার যে অংশটুকু, বিশেষ করে আমদানি ও পাইকারি বাজার সেটি দেখতে।’ 

প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা দেখেছেন, রমজান মাসে যেভাবে কাজ করেছি, বারো মাস একইভাবে কাজ করব। তেল, চিনিসহ আমদানি বাজারে যেসব জিনিস রয়েছে সেগুলোতেই আমাদের নজরদারি থাকবে এবং ভোক্তা অধিকার ও অন্য যে বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখব।’

তেজগাঁও বিমানবন্দরে এয়ার শো দেখতে জনস্রোত

বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি