হোম > জাতীয়

ইভিএমের চেয়ে সিসি ক্যামেরায় জোর দিতে বললেন সাবেক ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইভিএমে ভোট নিয়ে দেশে ভালোমন্দ অনেক বিতর্ক রয়েছে। তাই ইভিএমের চেয়ে সিসি ক্যামেরায় জোর দেওয়ার কথা জানিয়েছেন সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘দেড় শ ইভিএম যে বাজেটে কিনবেন, তার চেয়ে ভালো যতটুকু পারেন সিসি ক্যামেরা লাগান। এ ছাড়া পেপার ব্যালটে ভোট চুরি করলেও সহজে ধরা যায়।’ 

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাবেক এই ইসি গণমাধ্যমে এসব কথা বলেন। 

গাইবান্ধার নির্বাচন নিয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, ‘নির্বাচন কমিশন গাইবান্ধায় যে অ্যাকশন নিয়েছে, এটাকে স্বাগত জানাই। পরের ধাপগুলোতেও যেন একই অবস্থান থাকে। নইলে জাতি লোক দেখানো মনে করবে। সংবিধানের ১১৯-এ বলা হয়ছে, সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশন যদি মনে করে ভোট সুষ্ঠু হচ্ছে না, তাহলে ভোট বন্ধ করতে পারে। যতক্ষণ পর্যন্ত পরিবেশ ঠিক না হয়। গাইবান্ধায় যেটা হয়েছে, আগে কোনো কমিশনার এই কাজটি করতে পারেনি। ১৯৯৪-এ যদি এই কাজটা করতে পারত। তাহলে রাজনৈতিক মাঠ অন্যরকম হতো।’ 

নির্বাচনী কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে হবে জানিয়ে সাবেক নির্বাচন কমিশনার বলেন, ‘আপনাদের নির্বাচনী কর্মচারী-কর্মকর্তা যাঁদের নিয়ে নির্বাচন করবেন, আগে তাঁদের আত্মবিশ্বাসী করতে হবে, যাতে তাঁরা মনে করেন আপনারা জাতীয় নির্বাচনে তাঁদের সুরক্ষা দেবেন। বরিশালে যে ভিডিও ভাইরাল হয়েছে, ইসির উচিত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সমর্থন দেওয়া।’ 

এম সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় এনআইডি কেন নিতে চাইছে জানি না। এতে ভবিষ্যতে ভোটার তালিকা নিয়ে জটিলতা তৈরি হবে। সরকারকে বোঝালে তো বোঝে। কারণ এই সরকারের আমলে আমরা ভোটার তালিকা করেছি।’

সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল