হোম > জাতীয়

ভারতে বিধ্বস্ত উড়োজাহাজে বাংলাদেশি ছিল কি না, জানাল হাইকমিশন

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বিধ্বস্ত উড়োজাহাজ থেকে ৩০টি মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত

ভারতের আহমেদাবাদে আজ বৃহস্পতিবার দুপুরে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে মোট ২৪২ জন আরোহী ছিলেন। যাঁদের মধ্যে কেবল একজন যাত্রী জীবিত আছেন, যিনি হাসপাতালে চিকিৎসাধীন।

উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে কোনো বাংলাদেশের নাগরিক আছেন কি না, এ বিষয়ে জানতে দেশটির রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করা হয়।

টেলিফোনে জানতে চাইলে হাইকমিশনের মিনিস্টার (প্রেস) ফয়সাল মাহমুদ আজ বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত যা জানা গেছে, তাতে বাংলাদেশের কারও থাকার তথ্য নেই।’

আহমেদাবাদের পুলিশ কমিশনার জ্ঞানেন্দ্র সিং মালিক প্রথমে সাংবাদিকদের জানান, আরোহীদের প্রায় সবাই নিহত হয়েছেন, এমন আশঙ্কা করা হচ্ছে। যদিও পরে এক যাত্রীর জীবিত থাকার তথ্য পাওয়া গেছে।

ফ্লাইটটিতে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, সাতজন পর্তুগিজ ও একজন কানাডীয় যাত্রী থাকার তথ্য পাওয়া গেছে।

বিবিসির তথ্য অনুযায়ী, বোয়িং ৭৮৭–৮ ড্রিমলাইনার উড়োজাহাজটি স্থানীয় একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর বিধ্বস্ত হয়। কলেজটির পাঁচজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। আর প্রায় ৬০ জন শিক্ষার্থীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আহমেদাবাদে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিধ্বস্তের ঘটনার সব নিউজ পড়তে ক্লিক করুন

৫৯ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সংসদ ও গণভোটকে সামনে রেখে ইসির নতুন কর্মপরিকল্পনা

নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

‘হ্যাঁ’ ভোটে বৈষম্য, শোষণ আর নিপীড়নমুক্ত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

মনোনয়নের বিনিময়ে ঘুষ: রাঙ্গা-পনিরের বিরুদ্ধে দুদকের মামলা

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’ সিল দেওয়ার বার্তা নিয়ে আসছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

নির্বাচনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য, সঙ্গে ডগ স্কোয়াড-ড্রোন

দুর্নীতির এক মামলায় পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু