হোম > জাতীয়

ভারতে বিধ্বস্ত উড়োজাহাজে বাংলাদেশি ছিল কি না, জানাল হাইকমিশন

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বিধ্বস্ত উড়োজাহাজ থেকে ৩০টি মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত

ভারতের আহমেদাবাদে আজ বৃহস্পতিবার দুপুরে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে মোট ২৪২ জন আরোহী ছিলেন। যাঁদের মধ্যে কেবল একজন যাত্রী জীবিত আছেন, যিনি হাসপাতালে চিকিৎসাধীন।

উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে কোনো বাংলাদেশের নাগরিক আছেন কি না, এ বিষয়ে জানতে দেশটির রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করা হয়।

টেলিফোনে জানতে চাইলে হাইকমিশনের মিনিস্টার (প্রেস) ফয়সাল মাহমুদ আজ বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত যা জানা গেছে, তাতে বাংলাদেশের কারও থাকার তথ্য নেই।’

আহমেদাবাদের পুলিশ কমিশনার জ্ঞানেন্দ্র সিং মালিক প্রথমে সাংবাদিকদের জানান, আরোহীদের প্রায় সবাই নিহত হয়েছেন, এমন আশঙ্কা করা হচ্ছে। যদিও পরে এক যাত্রীর জীবিত থাকার তথ্য পাওয়া গেছে।

ফ্লাইটটিতে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, সাতজন পর্তুগিজ ও একজন কানাডীয় যাত্রী থাকার তথ্য পাওয়া গেছে।

বিবিসির তথ্য অনুযায়ী, বোয়িং ৭৮৭–৮ ড্রিমলাইনার উড়োজাহাজটি স্থানীয় একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর বিধ্বস্ত হয়। কলেজটির পাঁচজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। আর প্রায় ৬০ জন শিক্ষার্থীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আহমেদাবাদে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিধ্বস্তের ঘটনার সব নিউজ পড়তে ক্লিক করুন

রেলপথ, ইঞ্জিনসহ সম্পদের ক্ষতিসাধন থেকে বিরত থাকার আহ্বান

৪ আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না: ইসি সচিব

পোস্টাল ভোটের নিবন্ধন সাড়ে ৯ লাখ ছাড়াল

যত বড় অপরাধীই হোক, পিটিয়ে মারা গ্রহণযোগ্য নয়: ধর্ম উপদেষ্টা

প্রতিদিনই বিদেশি অস্ত্র উদ্ধার করা হচ্ছে, নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুয়াশায় গাড়ি চালানো নিরাপদ করতে বিআরটিএর নির্দেশনা

‎সীমান্ত দিয়ে সন্ত্রাসীরা যেন পালাতে না পারে, সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সাবসিডিয়ারি কোম্পানি গঠন করতে চায় বিআইডব্লিউটিসি

গণভোটের প্রচার: পরিবর্তনের চাবি আপনারই হাতে