হোম > জাতীয়

৪ বছর আগেই র‍্যাবকে সহায়তা দেওয়া বন্ধ করেছে যুক্তরাষ্ট্র

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

যুক্তরাষ্ট্র সরকার মানবাধিকারের মারাত্মক লঙ্ঘনের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়ার পরই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) সব রকম সহযোগিতা দেওয়া বন্ধ করেছে। ২০১৮ সালেই র‍্যাবকে সহযোগিতা দেওয়া বন্ধ করেছে যুক্তরাষ্ট্র।

গত বুধবার (১২ অক্টোবর) এক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস।

র‍্যাব যুক্তরাষ্ট্রের পরামর্শ ও প্রশিক্ষণে তৈরি, অস্ত্রশস্ত্র এবং ডিজিটাল সুযোগ-সুবিধা তারাই দিয়েছে— গত ৬ অক্টোবর ঢাকায় সংবাদ সম্মেলনে এ বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই প্রসঙ্গে প্রশ্ন করলে নেড প্রাইস এ তথ্য জানান।

এ মার্কিন কর্মকর্তা বলেন, ‘আমরা (যুক্তরাষ্ট্র) চার বছর হলো এই এলিট ফোর্সটিকে আমাদের সহায়তা বন্ধ করেছি। আর ২০২১ সালের ডিসেম্বরে র‍্যাব এবং এর ছয়জন বর্তমান ও সাবেক কর্মকর্তাকে মানবাধিকারের মারাত্মক লঙ্ঘনের জন্য ম্যাগনিটস্কি বিধানের আওতায় আমরা নিষেধাজ্ঞা দিয়েছি। এর মধ্যে দুই কর্মকর্তাকে সুনির্দিষ্টভাবে অভিযুক্ত করা (ভিসা নিষেধাজ্ঞা দেওয়া) হয়েছে।’

যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়াসহ বিশ্বের যে কোনো স্থানে বিদেশ নীতিতে মানবাধিকার রক্ষাকে অগ্রাধিকার দিয়ে থাকে উল্লেখ করে নেড প্রাইস বলেন, ‘মানবাধিকার লঙ্ঘনের জন্য যেখানে যিনিই দায়ী হবেন, তাঁকে চিহ্নিত করার জন্য যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ।’

র‍্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বাহিনীতে সংস্কার আনার লক্ষ্যে দেওয়া হয়েছে জানিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্র সহযোগী দেশগুলোয় অপরাধ সামাল দেওয়ার দক্ষতা বাড়ানো, সুবিচার নিশ্চিত করা এবং আইনের শাসন সমুন্নত রাখতে সহযোগিতা দিয়ে যাবে। বাংলাদেশে নিরাপত্তা বাহিনীগুলোকে দেওয়া প্রশিক্ষণ এই নীতিমালার আলোকেই হয়ে থাকে।’

বাংলাদেশে বিরোধী দলগুলোর সমাবেশে সরকারের বাধা দেওয়া সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মার্কিন কর্মকর্তা বলেন, ‘শান্তিপূর্ণ সমাবেশ করা ও মত প্রকাশের স্বাধীনতা চর্চার অধিকার সর্বজনীন।’

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

পদত্যাগের দুদিন পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর

জনতা ব্যাংকের ৩০০০ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা