হোম > জাতীয়

দুর্গাপূজায় ৩ দিন সরকারি ছুটির দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি এবং প্রতিটি মণ্ডপে সরকারি খরচে সিসি ক্যামেরা স্থাপনসহ চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। 

আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। 

অন্যান্য দাবি হলো—প্রতিটি মন্দিরে পূজার ১০ দিন আগে থেকে পূজা শেষ হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদার করা। সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘু কমিশন গঠন করা। ডিজিটাল নিরাপত্তা আইনের ধারা যদি সবার জন্য সমান প্রয়োগ না হয়, তাহলে অবিলম্বে এই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা। 

অনুষ্ঠানে লিখিত বক্তব্যে সংগঠনটির নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে সরকারকে এই দাবিগুলো জানিয়ে আসছি, কিন্তু এখন পর্যন্ত সরকারি পর্যায় থেকে কোনো সদুত্তর পাইনি।’ 

পলাশ কান্তি দে আরও বলেন, ‘অনতিবিলম্বে আমরা আশা করব, সরকারের পক্ষ থেকে ১ নম্বর দাবি পূরণসহ অন্যান্য বিষয়ে যদি সুস্পষ্ট বক্তব্য না দেওয়া হয়, তাহলে আগামী ১৬ সেপ্টেম্বর দাবি আদায়ের সপক্ষে ঢাকাসহ দেশব্যাপী হিন্দু মহাজোট মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে।’ 

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি ড. প্রভাস চন্দ্র রায়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের প্রধান সমন্বয়কারী শ্যামল কুমার রায়, নির্বাহী সভাপতি সুধাংশু চন্দ্র বিশ্বাস, সহসভাপতি ডিসি রায়, বীর মুক্তিযোদ্ধা রনজিত কুমার মৃধা, প্রভাস চন্দ্র মণ্ডল, জগন্নাথ হালদার, সুনীল মালাকার, উপদেষ্টা দুলাল দে, যুগ্ম-মহাসচিব সমীর সরকার, অখিল মন্ডলসহ আরও অনেকে। 

হাদির জানাজা আগামীকাল জোহর নামাজের পর মানিক মিয়া অ্যাভিনিউয়ে

হাদির মৃত্যুতে শোকাহত ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস

হাদির মৃত্যুতে ব্রিটিশ হাইকমিশনের শোক

হাদির শহীদি মৃত্যুকে কেন্দ্র করে সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা জুলাইয়ের চেতনার পরিপন্থী: সংস্কৃতি উপদেষ্টা

গণমাধ্যমে হামলা ও ময়মনসিংহে নৃশংসতায় জড়িতদের ছাড় দেওয়া হবে না, সরকারের বিবৃতি

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

ভারতীয় পণ্য বয়কটের ডাক শাহবাগ থেকে

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

আজ সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ