হোম > জাতীয়

ডেঙ্গুতে এক দিনে আরও ৫ জনের মৃত্যু

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে সর্বশেষ এক দিনে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬২ ডেঙ্গু রোগী। আজ শনিবার সন্ধ্যায় ডেঙ্গুবিষয়ক হালনাগাদকৃত পরিসংখ্যানে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তর বলছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে মারা গেছে ৩৪ জন চিকিৎসাধীন ডেঙ্গু রোগী। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৪ হাজার ১৬৩ জন। বছরের শুরু থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা গেছে ৫২২ জন।

আর রোগীর সংখ্যা ৯৫ হাজার ৬৩২। বর্তমানে সারা দেশের হাসপাতালে ২ হাজার ৪০৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে রাজধানীতে ৯৯৬ জন এবং রাজধানীর বাইরে ভর্তি রোগী ১ হাজার ৪১২ জন।

সরকারি পরিসংখ্যানে দেখানো হয়, আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে রাজধানীতে ২৬৮ জন রোগী ভর্তি হয়েছে। আর রাজধানীর বাইরে বরিশাল বিভাগে ৫৩ জন, চট্টগ্রাম বিভাগে ৭৮, ঢাকা বিভাগে ৫৫, খুলনা বিভাগে ৪৭, ময়মনসিংহ বিভাগে ১৮, রাজশাহী বিভাগে ৩৭, রংপুর বিভাগে ২ ও সিলেট বিভাগে ৪ জন রোগী ভর্তি রয়েছে। আর এক দিন হাসপাতাল ছেড়েছে ৫০৩ জন।

চলতি বছরে সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে। সে সময় ১৩৫ জনের মৃত্যু হয়েছিল। অন্যদিকে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বরে। ওই মাসে ১৭৩ জন মারা যায়। আর রোগী ভর্তি হয়েছিল ২৯ হাজার ৬৫২ জন।

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয়।

প্রার্থিতা ফিরে পেলেন আরও ১৮ জন

বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে: আসিফ নজরুল

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ পেল ৯৪৭ প্রতিষ্ঠান

পাবনা-১ ও ২ আসনে নির্বাচনের নতুন তফসিল

যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ পেলেন ওসমান হাদির ভাই ওমর

বাংলাদেশকে বদলাতে চাইলে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে দাঁড়াবেন: আদিলুর রহমান খান

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট হবে: শফিকুল আলম

আজ পবিত্র শবে মেরাজ

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ওয়াশিংটন সফর: শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক

তিন নির্বাচন নিয়ে প্রতিবেদন: পরিকল্পনা করেই রাজনৈতিক দলের নিবন্ধন দিয়েছিল ইসি