হোম > জাতীয়

ভুক্তভোগী ও অভিযুক্তদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে: পুলিশ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ডিসি জানান, ভারতে নারী নির্যাতনের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে বেঙ্গালুরু পুলিশ। ভুক্তভোগীর বাবা রাজধানীর হাতিরঝিল থানায় মানবপাচার প্রতিরোধ দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। ভুক্তভোগী এবং এ ঘটনায় গ্রেপ্তার ছয়জনকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে।

পুলিশ জানায়, কিছুদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, প্রায় ২০-২২ বছর বয়সী একটি মেয়েকে বিবস্ত্র করে তিন/চার জন যুবক নির্যাতন করছে। সাইবার পেট্রোলিংয়ের অংশ হিসেবে ভিডিওটি নজরে আসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের। এরপর গতকাল বৃহস্পতিবার ছয়জনকে গ্রেপ্তার করে কেরালা রাজ্যের বেঙ্গালুরু পুলিশ। এ ঘটনায় জড়িতদের মধ্যে একজন মতিঝিলের রিফাতুল ইসলাম হৃদয় ওরফে টিকটক হৃদয়কে শনাক্ত করেছে বাংলাদেশের পুলিশ।

এদিকে আজ ভারতে পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টাকালে টিকটক হৃদয় গ্রুপের দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের ভারতের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

ভাইরাল হওয়া ওই ভিডিও দেখে নিজের মেয়েকে শনাক্ত করে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর হাতিরঝিল থানায় মানবপাচারের মামলা করেছেন ভুক্তভোগীর বাবা।

আরও পড়ুন:

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

বড় নেতার সম্পদ কম

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার: মানতে হবে এআই ব্যবহারসহ ৭টি বিধি