হোম > জাতীয়

১০ বছরে কোটিপতি রিমি ও তাঁর স্বামী

গাজীপুর ও কাপাসিয়া প্রতিনিধি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য সিমিন হোসেন (রিমি) ও তাঁর স্বামী মোশতাক হোসেনের আয় ও সম্পদ বেড়েছে বহুগুণ। গত ১০ বছরে দুজনই কোটিপতি হয়েছেন। জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। 

রিমির হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, ২০১৩ সালে রিমির নগদ ১৯ লাখ ৩৯ হাজার ৫৭ টাকা এবং তাঁর স্বামীর ১৪ লাখ ৪১ হাজার ১০৪ টাকা ছিল। ২০১৮ সালে রিমির নগদ অর্থ বেড়ে হয় ৬৩ লাখ ২৩ হাজার ১৪৩। তার স্বামীর নগদ অর্থ কমে হয় ২ লাখ ৫৯ হাজার ১৬৯ টাকা। তবে এবারের হলফনামা অনুযায়ী রিমির নগদ ১ কোটি ১০ লাখ ৬৫ হাজার ৭৫৮ এবং তাঁর স্বামীর আছে ১ কোটি ৭ লাখ ৬৯ হাজার ৩৬০ টাকা। 

২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দ্য গোল্ডেন ফাইবার ট্রেড সেন্টার লিমিটেডের পরিচালক হিসেবে রিমি বার্ষিক ভাতা পেতেন ১২ লাখ টাকা। ২০১৮ সালে তিনি ওই আয়ের পাশাপাশি সংসদ সদস্য হিসেবে বার্ষিক ভাতা পেয়েছেন ২২ লাখ ৯৩ হাজার ২০৫ টাকা। 

এবারের হলফনামা অনুযায়ী দ্য গোল্ডেন ফাইবার ট্রেড সেন্টার লিমিটেডের পরিচালক হিসেবে সম্মানী বাবদ রিমির বার্ষিক আয় ৭ লাখ টাকা। পৈতৃক সূত্রে পাওয়া রাজধানীর ধানমন্ডির ফ্ল্যাট ভাড়া থেকে ৬ লাখ ৩০ হাজার টাকা আয়। এ ছাড়া শেয়ার, সঞ্চয়, ব্যাংক আমানতের সুদ বাবদ ১ হাজার ৪৭৬ টাকা আয় করেন। সংসদ সদস্য হিসেবে পারিতোষিক ও ভাতা বাবদ ২৩ লাখ ২২ হাজার ৫৯৫ টাকা আয় করেন। কাপাসিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি হিসেবে সম্মানী বাবদ আয় করেন ৬ লাখ ৫০ হাজার ৬৮৮ টাকা।

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’