হোম > জাতীয়

সর্বসাধারণের ব্যবহারে উন্মুক্ত করা হয়েছে ট্রেড ইউনিয়নের তথ্যভাণ্ডার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা


শ্রম অধিদপ্তরের সেবা সহজীকরণ, সেবা প্রদানে স্বচ্ছতা এবং ট্রেড ইউনিয়ন সম্পর্কিত যাবতীয় তথ্য সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছাতে অনলাইনভিত্তিক ডেটাবেইস উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর বিজয় সরণিতে শ্রম ভবনের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান প্রধান অতিথি হিসেবে এ ডেটাবেইসের উদ্বোধন করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শ্রম প্রতিমন্ত্রী জানান, ট্রেড ইউনিয়ন সম্পর্কিত পাবলিকলি এক্সেসেবল ডেটাবেইস উদ্বোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সফলতার আরও একটি পালক যুক্ত হলো। প্রতিমন্ত্রী এই ডেটাবেইসকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিনের উপহার হিসেবে উল্লেখ করেন। 

শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রম অধিদপ্তরের এই উদ্যোগে দেশব্যাপী শ্রম অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত সকল ট্রেড ইউনিয়ন, প্রত্যাখ্যাত ও নথি জাতকৃত ট্রেড ইউনিয়নের তথ্য, ট্রেড ইউনিয়ন সংক্রান্ত মামলার তথ্য, অসৎ শ্রম আচরণ ও সালিসি সংক্রান্ত তথ্য, ফেডারেশন, সিবিএ নির্বাচন ও অংশগ্রহণকারী কমিটির হালনাগাদ তথ্য সংরক্ষিত থাকবে। 

বিশেষ অতিথির বক্তৃতায় মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ শ্রম বিধিমালা-২০১৫ এর সংশোধনী শেষ করা হবে। 

অনুষ্ঠানে জানানো হয়, একজন ব্যবহারকারী শ্রম অধিদপ্তরের ওয়েবসাইট ব্যবহার করে হালনাগাদকৃত সকল ধরনের তথ্য দেখতে ও রিপোর্ট প্রিন্ট করতে পারবেন। পাবলিকলি এক্সেসেবল ডেটাবেইসটি সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে। যে কেউ এখানকার তথ্য বিভিন্ন প্রয়োজনে যেমন-ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কাজে, গবেষণামূলক কাজে এবং দেশের শ্রম পরিবেশ সম্পর্কে ধারণা নেওয়াসহ ইত্যাদি কাজে ব্যবহার করতে পারবেন। 

উল্লেখ্য, সফটওয়্যারটি বাংলা এবং ইংরেজি দুইটি সংস্করণেই করা হয়েছে। 

ভোটের গাড়ি শুধু শহরে, গ্রামের মানুষ জানে না

দ্বিতীয় দিনে ইসিতে ১২২টি আপিল আবেদন

নির্বাচনে এআইয়ের অপব্যবহার নিয়ে শঙ্কা, ঠেকাতে উদ্যোগ নেই সরকারের: দেবপ্রিয় ভট্টাচার্য

আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ১২ জানুয়ারি

নির্বাচন-সংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণে ১০ কর্মকর্তাকে দায়িত্ব দিল ইসি

প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

গভীর সমুদ্রে ভোগাচ্ছে জেলিফিশ, সমস্যা চিহ্নিত করায় গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ জারি করতে যাচ্ছে সরকার

পোস্টাল ভোটে নিবন্ধনের সময় শেষ, কেমন সাড়া মিলল

নির্বাচনী দায়িত্ব: যানবাহন ও মনোবলে ঘাটতি নিয়ে মাঠে নামছে পুলিশ