হোম > জাতীয়

আমাদের রাষ্ট্রচিন্তা দুর্বল, রাষ্ট্র ও সরকারের পার্থক্য বুঝি না: ফরহাদ মজহার

ঢাবি প্রতিনিধি

কবি ও ভাবুক ফরহাদ মজহার বলেছেন, ‘আমরা এখনো একটি রাষ্ট্র গঠন করতে পারছি না। রাষ্ট্র গঠন করা সম্ভব হলে প্রতিবন্ধী নাগরিকেরা তার মধ্যে চলে আসবেন। তাঁদের (প্রতিবন্ধী) কারও দয়ার প্রয়োজন হবে না।’ 

তিনি বলেন, ‘আমি গ্রামে বড় হয়েছি, গ্রামে প্রতিবন্ধীদের জন্য একটা আলাদা দরদ ছিল, কোনো সংকট আকারে হাজির হয়নি। সমাজ তার (প্রতিবন্ধী) প্রতি রেসপন্স করে। এখন বিষয়টি রাষ্ট্র এবং সমাজে ভেঙে গেছে। পুঁজিবাদের যে ব্যাপার, এটা সবকিছু ভেঙে ফেলে।’ 

আজ শনিবার ‘জনপরিসরে অদৃশ্য প্রতিবন্ধী নাগরিক: বৈষম্যহীন বাংলাদেশ গঠনে আমাদের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন ফরহাদ মজহার। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে সোসাইটি ফর দ্য এক্সচেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি–স্ক্যান) এই অনুষ্ঠানের আয়োজন করে। 

ফরহাদ মজহার আরও বলেন, ‘আমাদের সমাজের রাষ্ট্রচিন্তা অত্যন্ত দুর্বল, রাষ্ট্র এবং সরকারের পার্থক্য বুঝি না। আমি বারবার “গঠন” কথাটা বলি। এই গঠন ধারণার মধ্যেই প্রতিবন্ধী কথাটি আছে। কারণ, সে দেশের নাগরিক। যে রাষ্ট্র গঠন করবেন, তার নীতিগত ভিত্তির মধ্যে রাষ্ট্রের ভিন্নভাবে প্রতিভাবান মানুষেরা থাকতে হবে।’ 

আলোচনা সভায় অংশ নিয়ে বাংলা একাডেমির পরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, ‘যারা প্রাকৃতিকভাবে প্রতিবন্ধী, তাদের দিকে তাদের মতো করে নজর দিতে পারাটা সভ্যতা–সংস্কৃতির স্মারক। যারা মানবসৃষ্টভাবে প্রতিবন্ধী, তাদের দায় রাষ্ট্র কখনো এড়াতে পারে না। আমাদের রাষ্ট্রের সক্ষমতা অনেক কমেছে, আকাঙ্ক্ষা তুঙ্গে নিয়ে অনেক কিছু আমরা হয়তো চাইতে পারব না। কিন্তু বিদ্যমান কাঠামোর মধ্যে অনেক চাওয়া পূর্ণ করা সম্ভব বলে মনে করি।’ 

সংগঠক ও অ্যাকটিভিস্ট সালমা খাতুনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন বি–স্ক্যানের পরিচালক ইফতেখার মাহমুদ।

আইনশৃঙ্খলার অবনতি হলো কোথায়? মাঝেমধ্যে দু-একটা খুন-খারাবি হয়: সিইসি

বাংলাদেশে নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সতর্কতা জারি

এনইআইআর কার্যকর পেছাল ১৫ দিন

রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা প্রকাশ

হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড পরিবর্তন করে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

বাংলা ভাষার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম চালু

ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থা টিকিয়ে রাখার কারণেই হাদি গুলিবিদ্ধ: ফরহাদ মজহার

হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, আইনশৃঙ্খলার অবনতি হয়নি: সিইসি

অপ্রত্যাশিত ব্যক্তিদের আনাগোনা: সুপ্রিম কোর্টের এজলাসকক্ষে প্রবেশ সীমিত

আইনশৃঙ্খলা পরিস্থিতি: ভোটের আগে আতঙ্ক জনমনে