মালয়েশিয়ায় স্বদেশিকে হত্যার দায়ে সোহেল (৩৮) নামের এক বাংলাদেশিকে ৩৩ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির ফেডারেল আদালত। গত বুধবার এক রায়ে তাঁকে ১২ বার বেত্রাঘাতেরও নির্দেশ দেওয়া হয়। এর আগে দেশটির হাইকোর্ট সোহেলকে মৃত্যুদণ্ড দিলেও আপিলের সুযোগও রাখা হয়েছিল। খবর মালয় মেইলের।
কোর্ট অব আপিলের সভাপতি আবাং ইস্কান্দার জানান, সোহেলের আপিল আমলে নিয়ে মৃত্যুদণ্ডের পরিবর্তে ৩৩ বছরের কারাদণ্ড এবং ১২ বার বেত্রাঘাতের নির্দেশ দিয়েছেন ফেডারেল আদালত।
সোহেলকে দোষী সাব্যস্ত করে দেওয়া আদালতের রায়ে বলা হয়, ২০১৭ সালের ১১ ফেব্রুয়ারি গ্রেপ্তার হওয়ার দিন থেকে এই সাজা কার্যকর করা হবে।
২০১৭ সালের ৯ ফেব্রুয়ারি কুয়ালা সেলাঙ্গোরের আলম জায়ায় পলাশ কুমার (২৯) নামের এক বাংলাদেশি নির্মাণাধীন ভবনে খুন হন। এই মামলায় ২০১৯ সালের ২৩ অক্টোবর সোহেলকে দোষী সাব্যস্ত করেন হাইকোর্ট।