হোম > জাতীয়

রোহিঙ্গাদের জীবিকা, শিক্ষা ও চলাচলে বাধা বাড়ছে: এইচআরডব্লিউ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

কক্সবাজারে ক্যাম্পে রোহিঙ্গাদের ওপর বাংলাদেশ কর্তৃপক্ষ বাধা বাড়াচ্ছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। এ নতুন বাধা রোহিঙ্গাদের জীবিকা অর্জন, শিক্ষা এবং ক্যাম্পের ভেতরে স্বাধীনভাবে চলাচলে আরোপ করা হয়েছে। আজ সোমবার সংস্থাটির ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে এসব বিষয়ে বলা হয়। 

এতে জানানো হয়, নতুন করে বাংলাদেশ কর্তৃপক্ষ ক্যাম্প এলাকার ভেতর এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার ওপর বাধা সৃষ্টি করছে। সেখানে দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্যাম্প থেকে ক্যাম্পে যাওয়ার জন্য অনুমতিপত্র চাইছে। অনেক ক্ষেত্রে রোহিঙ্গাদের মারধরের ঘটনাও ঘটেছে। 

এ ছাড়া ক্যাম্প এলাকাতে রোহিঙ্গাদের জীবিকা নির্বাহের জন্য থাকা হাজারের মতো দোকান ভেঙে দেওয়া হয়েছে। আর ক্যাম্প এলাকাতে রোহিঙ্গাদের কর্মসংস্থানের সুযোগ না থাকার বিষয়টি গভীর উদ্বেগের বলে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের একটি সমীক্ষায় দেখা গেছে। যদিও আনুষ্ঠানিক ভাবে রোহিঙ্গাদের কাজ করার অনুমতি নেই। তারপরও অর্ধেকের মত রোহিঙ্গা ঝুঁকি নিয়ে অনানুষ্ঠানিক কাজে জড়িত, যা রোহিঙ্গাদের গ্রেপ্তার এবং শোষণের সুযোগ তৈরি করে দেয়। 

আর রোহিঙ্গাদের শিক্ষার ওপরও নতুন বাধা সৃষ্টি করা হয়েছে। গত ডিসেম্বর থেকে রোহিঙ্গাদের দ্বারা পরিচালিত কমিউনিটি স্কুলগুলো বন্ধ করে দিয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষ। এতে প্রায় ৬০ হাজার শিক্ষার্থী ক্ষতির শিকার হয়েছে। 

এইচআরডব্লিউ অভিযোগ করেছে, শরণার্থী ও মানবিক সহায়তাকারীরা কক্সবাজারের ক্যাম্পগুলোতে রোহিঙ্গাদের ওপর এ ধরনের বাধাগুলো তাদের ভাসানচরে স্থানান্তরের কার্যক্রমের অংশ হিসেবে দেখছে।

হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেছেন, প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশের জন্য নিঃসন্দেহে বোঝা। কিন্তু কাজ ও পড়াশোনার সুযোগ থেকে রোহিঙ্গাদের বাদ দেওয়া হলে সাহায্যের ওপর তাদের নির্ভরশীলতা আরও বাড়বে। 

মীনাক্ষী গাঙ্গুলি আরও বলেছেন, রোহিঙ্গাদের আত্মনির্ভরশীলতা বাড়ানোর জন্য বাংলাদেশ সরকারের উচিত, তাঁদের কর্মসংস্থানের সুযোগগুলোকে আনুষ্ঠানিকীকরণ ও সম্প্রসারণ করা। 

মধ্যরাতে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান

পোস্টাল ভোট গণনায় সংশোধনী ও পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, জানাল কাতার সরকার

তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ ১০ ডিসেম্বর

নির্বাচনে পুলিশকে নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার